বড়দিনে তিলোত্তমাকে হুডখোলা দোতলা বাস উপহার রাজ্য সরকারের, শহরের রাস্তায় পর্যটকদের নিয়ে ছুটবে বাস

বড়দিনে কলকাতা দেখবে দোতলা বাস। পার্ক স্ট্রিট সহ কলকাতার রাস্তায় ছুটে বেড়াবে এই বাস। দুটি বাসই হুডখোলা বা ছাদ খোলা। গ্রীষ্ম বা বর্ষায় বাসের মাথায় ছাউনি দেওয়ার কথা চিন্তা করা হলেও আপাতত পুরো শীত হুড খোলা বাসেই মজা নিতে পারবেন পর্যটক্রা। তবে নিত্যযাত্রীদের জন্য ব্যবহার হবে না এই বাস। পর্যটকদের ভিড় টানতে রাস্তায় নামছে এই বাস। লন্ডনের মতন নীল-সাদা রঙের এই দোতলা বাস শহর দাপিয়ে বেড়াবে।

পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম প্রায় ৯০ লক্ষ টাকা খরচ করে ৪৫ আসনের দুটি দোতলা বাস তৈরি করিয়েছে। জামশেদপুরের বেবকো বা বিবিকোকে দিয়ে এই দুটি বাস তৈরি করানো হয়েছে। এরপর শহরের রাস্তায় নামবে মোট ১০টি দোতলা বাস। আগামী কয়েকদিন থাকবে পার্ক স্ট্রিটে থাকবে এই বাস।

লন্ডনের সিটি ট্যুরের মতন কলকাতায় পর্যটকদের জন্য দোতলা বাস ব্যবহারের কথা ভাবছিল রাজ্য সরকার। এবার সত্যিই রাস্তায় নামছে দোতলা বাস। বাসের মধ্যে সবরকমের সুব্যবস্থা থাকছে। থাকছে সিসি ক্যমেরা, প্যানিক বাটন। বাসেই আসনও অন্য বাসের থেকে অনেকবেশি অভিজাত। দোতলা অংশ ঘিরে রাখা আছে স্বচ্ছ ফাইবার গ্লাস দিয়ে।

কলকাতার রাস্তায় প্রথম দোতলা বাস চলে ১৯২৬ সালে। ১৯৯০ সালের পর থেকে এই বাসের সংখ্যা ক্রমশ কমতে থাকে। ২০০৫ সাল থেকে রাস্তায় পুরোপুরিভাবে দোতলা বাস চলা বন্ধ হয়ে যায়। পুরভোটের ফলাফলের দিন নাতনিকে সঙ্গে নিয়ে পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম এই বাসে চেপে শহর প্রদক্ষিণ করেছিলেন।

Comments are closed.