শিক্ষক দিবসের দিন ‘শিক্ষারত্ন’ পুরস্কার দিতে চলেছে রাজ্য সরকার। বিভিন্ন জেলা থেকে ৬১ জন শিক্ষক ও অধ্যাপকের হাতে তুলে দেওয়া হবে পুরস্কার। ৫ সেপ্টেম্বর মিলনমেলায় রাজ্যের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে শিক্ষক দিবসের অনুষ্ঠান। ওই অনুষ্ঠান মঞ্চ থেকেই পুরস্কার তুলে দেওয়া হবে। এই সপ্তাহ জুড়েই শিক্ষা দফতরের পক্ষ থেকে নির্বাচিতদের চিঠি পাঠানো হয়েছে। এই বছর কলকাতা থেকে সবথেকে বেশি জন এই পুরস্কার পাচ্ছেন। মোট ৭ জন পাচ্ছেন এই পুরস্কার।
কলকাতা থেকে যাঁরা পুরস্কার পাচ্ছেন তাঁদের মধ্যে আছেন একজন স্কুল শিক্ষক, কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ২ জন করে অধ্যাপক। কলকাতার পরেই পুরস্কার প্রাপকের তালিকায় আছে নদিয়ার নাম। সেই জেলার ৫ জন পাচ্ছেন এই পুরস্কার। পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা সহ আরও কিছু জেলা থেকে ৩ জন করে পাবেন এই পুরস্কার। উত্তর ২৪ পরগনা ও পুরুলিয়া জেলার ৪ জন করে দেওয়া হচ্ছে এই সম্মান। বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, হুগলি, হাওড়া সহ কিছু জেলা থেকে ২ জন করে শিক্ষক পাচ্ছেন শিক্ষারত্ন পুরস্কার।
উল্লেখ্য, বছরের পর বছর ধরে যাঁরা ছাত্রছাত্রীদের জীবন গড়তে যাঁরা উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন, তাঁদের সম্মানিত করা হয় এই পুরস্কারের মাধ্যমে। জুন মাসেই শিক্ষারত্ন পুরস্কারের জন্য আবেদন জানানোর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। সেই ভিত্তিতে শিক্ষক দিবসে ৬১ জনের হাতে তুলে দেওয়া হবে পুরস্কার। ওইদিন এই বছর মোট ১,১৪১ জন কৃতী পড়ুয়াদেরও সংবর্ধনা দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।
Comments are closed.