১৩ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে বর্ধমান মেন ও কর্ড লাইনের লোকাল ট্রেন পরিষেবা! ভোগান্তির মুখে নিত্যযাত্রীরা 

আজ অর্থাৎ ৩ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বরে পর্যন্ত হাওড়া বর্ধমান মেন ও কর্ড লাইনের ট্রেন পরিষেবা কার্যত বন্ধ থাকবে। পূর্ব রেল সূত্রে এমনটাই খবর। রেল সূত্রে খবর, থার্ড লাইন সম্প্রসারণের কাজ চলবে। যে কারণে আগামী ১০ দিন  মেন ও কর্ড লাইনের ট্রেন পরিষেবা কার্যত বন্ধ থাকবে। যার জেরে ওই রুটের নিত্য যাত্রীরা চরম ভোগান্তির মুখে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। 

রেলের তরফে জানানো হয়েছে, হাওড়া বর্ধমান শাখার শক্তিগড় এবং রসুলপুরে থার্ড লাইন সম্প্রসারণের কাজ হবে। ট্রেন বাতিলের সাথে সাথে বেশ কিছু ট্রেনের যাত্রাপথেও কাটছাঁট করা হয়েছে। লাইন সম্প্রসারণের কাজের কারণে কর্ড ও মেন লাইনের ট্রাফিক পাওয়ার ব্লক থাকবে। দিনে প্রায় ১৫ ঘন্টা কাজ চলবে। যে কারণে ট্রেন পরিষেবা কার্যত বন্ধ থাকবে।  

হাওড়া বর্ধমান মেন লাইনের বাতিল আপ ট্রেনগুলো হল, ৩৭৮১৮, ৩৭৮২০, ৩৭৮২৬, ৩৭৮২৮, ৩৭৮৩২, ৩৭৮৫০, ৩৭৮৫২, ৩৭৮৫৪, ৭৮১৩, ৩৭৮১৭, ৩৭৮২১, ৩৭৮৩৯, ৩৭৮৪১, ৩৭৮৪৭ এবং ৩৭৮৫১। 

কর্ড লাইনে বাতিল হওয়া ট্রেনগুলোর নাম্বার হল: ৩৬৮২০, ৩৬৮২৬, ৩৬৮৩০, ৩৬৮৩২, ৩৬৮৫০, ৩৬৮৫৪, ৩৬৮৬০, ৩৬৮১৫, ৩৬৮১৯, ৩৬৮২১, ৩৬৮৩১, ৩৬৮৩৫, ৩৬৮৪৯ এবং ৩৬৮৫১। 

Comments are closed.