পুজোর আগেই রাজ্যের সব ১৮ উর্দ্ধদের করোনার বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। ৩০ সেপ্টেম্বরের মধ্যে ১৮ বছরের বেশি সকলকে দেওয়া হবে কোভিড বুস্টার ডোজ। রাজ্য স্বাস্থ্য দফতরের সঙ্গে জেলার স্বাস্থ্য আধিকারিকদের এক বৈঠক হয়।
সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, সেপ্টেম্বর মাসের ৩০ তারিখের মধ্যেই ১৮ বছরের ঊর্ধ্বে সকলকে বুস্টার ডোজ দেওয়া হবে। দেশের স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষ্যে ৭৫ দিন বিনামূল্যে কোভিডের বুস্টার ডোজ দেওয়া হবে বলে ঘোষণা করেছিল কেন্দ্র সরকার। এবার রাজ্যবাসীকে সুরক্ষিত রাখতে পুজোর আগেই বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, রাজ্যে পরপর দুদিন ফের ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ। ২৪ ঘণ্টায় রাজ্যে সংক্রমিত হয়েছেন ৩১৩ জন। মৃত্যু হয়েছে ৩ জনের। দেশে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণের হার ১০ হাজার পেরিয়ে গিয়েছে। তবে কমেছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় সংক্রমিত হয়েছেন ১০ হাজার ৬৭৭ জন। মঙ্গলবার ছিল ৮ হাজার ৫৮৬ জন।
Comments are closed.