কয়লা পাচার তদন্তে এবার CID;  রাজ্য পুলিশের ১০ আধিকারিককে ডাকা হল ভবানীভবনে 

ইডি সিবিআই তদন্ত করছে। কয়লা পাচার মামলায় এবার তৎপর রাজ্যের সিআইডি। ১০ জন পুলিশ আধিকারিককে জিজ্ঞাসাবাদ করতে চায় রাজ্যের তদন্তকারী সংস্থা। আজ অর্থাৎ বৃহস্পতিবার থেকেই টানা তিন দিন ওই অফিসারদের জিজ্ঞাসাবাদ করবে সিআইডি। 

জানা গিয়েছে, ২০১৯ থেকে ২০২১ পর্যন্ত আসানসোল কয়লা খনি অঞ্চলের তিন থানায় ইন্সপেক্টর ও সাব ইন্সপেক্টর পদে ছিলেন ওই ১০ পুলিশ আধিকারিক। সূত্রের খবর, ওই সময়ের মধ্যে কয়লা পাচার নিয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে? ১০ পুলিশ আধিকারিকের কী ভূমিকা ছিল, জেরায় তা জানতে চায় সিআইডি। বৃহস্পতিবার ভবানীভবনে তিন পুলিশ আধিকারিককে জিজ্ঞাসাবাদ করা হবে। এরপর শুক্রবার তিন জন এবং শনিবার চার জনকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে খবর। এদিন দুপুর ১ টা থেকে ইতিমধ্যেই ওই তিন পুলিশ আধিকারিককে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে বলে খবর। 

প্রসঙ্গত, কয়লা পাচার মামলায় রাজ্যের আটজন আইপিএস অফিসারকে দিল্লিতে তলব করেছে ইডি। ইতিমধ্যেই তাঁদের কয়েকজন ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন। এই আবহে রাজ্যের তরফে কয়লা পাচার নিয়ে তদন্তে তৎপরতা বাড়ানো হল। 

Comments are closed.