পুজোর সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা দিতে তৎপর রাজ্য, ২৪ ঘন্টা কন্ট্রোল রুম খুলল বিদ্যুৎ দফতর

পুজোয় ২৪ ঘন্টার জন্য কন্ট্রোল রুম খুলল বিদ্যুৎ দফতর। ২ নভেম্বর অর্থাৎ জগদ্ধাত্রী পুজো পর্যন্ত খোলা থাকবে এই কন্ট্রোল রুম। কন্ট্রোল রুমের জন্য টোল ফ্রি নম্বর হল ১৯১২১। আরও দুটি মোবাইল নম্বর চালু করা হয়েছে। একটি হল ৮৯০০৭৯৩৫০৩ আরেকটি নম্বর হল ৮৯০০৭৯৩৫০৪।

পুজোর সময় বিদ্যুৎ পরিষেবা সংক্রান্ত কোনও অভিযোগ থাকলে জানানো যাবে এই কন্ট্রোল রুমে। বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন, পুজোর দিনগুলিতে তিনি ১ ঘন্টা করে কন্ট্রোল রুমে এসে বসবেন। পুজোর মরশুমে ৬৯ হাজার ৯৮১ জন স্থায়ী ও অস্থায়ী কর্মী কাজ করবেন। বিদ্যুৎ দফতরের কর্মীদের পুজোর ছুটি বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে।

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগেই জানিয়েছিলেন, পুজো কমিটিগুলিকে বিদ্যুৎ বিলে ৬০ শতাংশ ছাড় দেওয়া হবে। এরপর শুক্রবার থেকে কন্ট্রোল রুম খোলা হল। পুজোর সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা দিতে ২৩৭০ টি মোবাইল ভ্যান থাকবে। অরূপ বিশ্বাস জানান, পুজো কমিটিগুলির কাছে আবেদন আপনাদের যা বিদ্যুৎ লাগবে সেটাই আবেদন করুন। কিন্তু কম আবেদন করে বেশি বিদ্যুৎ নেবেন না।

Comments are closed.