সুস্থতা চেয়েই কড়া ওষুধ, মাদ্রাজ হাই কোর্টের খুনের মামলা প্রসঙ্গে মন্তব্য সুপ্রিম কোর্টের

ডাক্তার কড়া ওষুধ দেন রোগীর সুস্থতার স্বার্থেই। মাদ্রাজ হাই কোর্টের খুনের মামলা মন্তব্যে আপত্তি জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল নির্বাচন কমিশন। সোমবার সেই মামলার শুনানিতে পাল্টা কমিশনকেই এই পরামর্শ শীর্ষ আদালতের।

করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্য নির্বাচন কমিশনকে এককভাবে দায়ী করে মাদ্রাজ হাই কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব ব্যানার্জির বলেছিলেন, আপনাদের অফিসারদের বিরুদ্ধে খুনের মামলা রুজু হওয়া উচিত। হাইকোর্টের মন্তব্য ছিল, করোনা সম্পর্কিত বিধি উড়িয়ে প্রচারে ব্যস্ত ছিলেন রাজনৈতিক নেতারা। সেইসব রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি কমিশন। কমিশনের আধিকারিকদের তীব্র কটাক্ষের সুরে হাইকোর্ট জানায়, যখন এইভাবে করোনা বিধি উড়িয়ে প্রচার করা হচ্ছিল, তখন কি কমিশনের আধিকারিকরা অন্য গ্রহে ছিলেন। এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেলে জানিয়ে দেওয়া হয়, ডাক্তারের ওষুধ যেমন ভালোর জন্য দেওয়া হয়, হাইকোর্টের মন্তব্যকেও সেইরকম দেখা উচিত।

এরপর আদালতে কমিশন জানিয়েছিল, তারা নির্বাচন পরিচালনা করে, সরকার তাদের হাতে নেই। রাজনৈতিক নেতারা ২ লক্ষ মানুষ নিয়ে সভা করলে গুলি চালানো যায় না।

Comments are closed.