লক্ষ্মী সেজে ঝাঁপি নিয়ে পুর প্রচার করতে দেখা গেল তৃণমূল প্রার্থীকে

২৭ তারিখ রাজ্যের ১০৬টি পুরসভার ভোট। আর এই ভোটে লক্ষ্মীর ভাণ্ডারকে কাজে লাগাতে চাইছে তৃণমূল। প্রচারে সত্যিই লক্ষ্মী ডেকে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন মহিলারা।

কৃষ্ণনগর পুর এলাকার ১৩ নম্বর ওয়ার্ডে অভিনব প্রচার সারলেন ওই ওয়ার্ডের তৃণমূল প্রার্থী শিশির কর্মকার। বাড়ি বাড়ি গিয়ে তিনি রাজ্য সরকারের একের পর এক জনমুখী প্রকল্পের কথা তুলে ধরেছেন। সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করছেন লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী সহ মহিলাদের জন্য যেসব প্রকল্প চালু করেছেন মমতা ব্যানার্জি।

আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৬টি পুরসভার ভোট উপলক্ষ্যে প্রচার শুরু করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। তৃণমূল প্রার্থীরা রাজ্যের জনমুখী প্রকল্পকেই হাতিয়ার করেছে। তবে কৃষ্ণনগর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী শিশির কর্মকারের প্রচার সত্যিই অভিনবত্ব হয়ে উঠল।

Comments are closed.