আর কিছুক্ষণের মধ্যে দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথা জানাল হাওয়া অফিস

খানিক স্বস্তি দিয়ে আশার বাণী শোনাল আলিপুর আবহাওয়া দফতর। শনিবার দক্ষিণবঙ্গের সব জেলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুতেরও সম্ভাবনা আছে। আগামী ২৫ তারিখ পর্যন্ত দক্ষিণের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। তবে বৃষ্টি সাময়িক স্বস্তি দিতে পারলেও ভ্যাপসা গরম থেকে এখনই মুক্তি নয়। শনিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৮৭ শতাংশ।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে। দার্জিলিং, কালিম্পং, দুই দিনাজপুর, মালদা, জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

Comments are closed.