উচ্চ মাধ্যমিকে টুকলি রুখতে এবার কড়া পদক্ষেপ সংসদের

কয়েকদিন পরেই শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এবার এই পরীক্ষায় টুকলি রুখতে কড়া পদক্ষেপ নিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। আগামী ২ এপ্রিল থেকে শুরু হচ্ছে এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। চলবে ২৭ এপ্রিল পর্যন্ত। নিজের স্কুলেই পরীক্ষা দেবে পড়ুয়ারা।

জানা গিয়েছে, টুকলি রুখতে পরীক্ষাকেন্দ্রে মোবাইল নিষিদ্ধ করা হয়েছে। শুধু মোবাইল ফোন নয় স্মার্ট ওয়াচ, বৈদ্যুতিন ক্যালকুলেটর বা ইন্টাননেট আছে এমন জিনিস পরীক্ষা কেন্দ্রে নিষিদ্ধ করা হয়েছে। পরীক্ষার প্রথম অর্ধ অর্থাৎ সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা ৪৫ অবধি কেউ পরীক্ষা কেন্দ্র থেকে বেরোতে পারবে না বলে জানানো হয়েছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব তাপস মুখার্জি জানিয়েছেন, পরিচয়পত্র ছাড়া ঢুকতে পারা যাবে না পরীক্ষাকেন্দ্রে। পরীক্ষায় বৈদ্যুতিন সরঞ্জামের মাধ্যমে টুকলি রুখতে মোবাইল পোস্টার তৈরি করা হয়েছে গেটের বাইরে।

Comments are closed.