এবার মেট্রোর মতন রাজ্যেও সরকারি বাসে আনা হচ্ছে স্মার্ট কার্ড

এবার মেট্রো রেলের মতন সরকারি বাসে স্মার্ট কার্ড আনা হচ্ছে। রাজ্য পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে, সরকারি বাসে স্মার্ট কার্ড আনার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। রাজ্য জুড়ে যে ২,৫০০ বাস চলে। উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই একটি স্মার্ট কার্ডেই যাওয়া যাবে। তবে এই পরিষেবা পরিচালনা করবে বেসরকারি সংস্থা।

আগামী কয়েকমাসের মধ্যেই চালু হয়ে যাবে এই পরিষেবা। পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে, অনেকে বাসে টিকিট কাটেন না। আবার অনেকে কম ভাড়া দিয়ে বেশি দূরত্ব যাতায়াত করে। আবার অনেক সময় টিকিট কাটার পুরো টাকা জমা পরে না দফতরে। তাই এই উদ্যোগ নেওয়া হয়েছে। স্মার্ট কার্ডের মাধ্যমে ডিজিট্যাল লেনদেন আরও সহজ হবে। রাজ্যের আয় বাড়বে। এমনই জানিয়েছেন রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম।

Comments are closed.