এবার স্বাস্থ্যসাথী নিয়ে আরও কড়া রাজ্য, জারি হল লিখিত নির্দেশিকা

স্বাস্থ্যসাথী নিয়ে এবার জারি লিখিত নির্দেশ জারি করল রাজ্য। নির্দেশে বলা হয়েছে, রাজ্যের সব বেসরকারি হাসপাতালগুলি স্বাস্থ্যসাথী কার্ডের পরিষেবা দিতে বাধ্য। আইনের কথা তুলে ধরে বলা হয়েছে, আইনের ৭ নম্বর ধারার ৩ নম্বর উপধারায় বলা হয়েছে, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের যে কোনও প্রকল্পের সুবিধা দিতে বাধ্য বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলি।

কড়া নির্দেশে বলা হয়েছে, যে সব বেসরকারি হাসপাতাল এই প্রকল্পে সুবিধা দিতে পারবে না রোগীদের, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পারে রাজ্য। রোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে বাতিল হতে পারে ওই হাসপাতালের লাইসেন্স।

এই বিষয়ে স্বাস্থ্য ভবনের আধিকারিকদের কথায়, এতদিন স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে একাধিক সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বারবার সতর্ক করেছেন বেসরকারি হাসপাতালগুলিকে। কিন্তু এরপরেও দেখা যায় অনেক হাসপাতাল এই নির্দেশ মেনে চলেনি। তাই এবার লিখিত নির্দেশিকা জারি করা হল। সরকারি অর্ডার না থাকার ফলে কোনও কোনও হাসপাতালের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া সম্ভব হত না। এবার বিজ্ঞপ্তি জারি হওয়ার পর আর সেই বাধা থাকলো না। স্বাস্থ্যকর্তারা জানিয়েছেন, ২০১৭ সালের ক্লিনিক্যাল এস্ট্যাবলিশমেন্ট আইন ব্যবহার করে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, একাধিক জনসভায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে হুঁশিয়ারি দিয়ে বলতে শোনা গিয়েছে, স্বাস্থ্যসাথী প্রত্যাক্ষান হলে পুলিশের সাহায্য নেওয়ার কথা।

Comments are closed.