ছাত্রীদের জন্য প্রকল্পের সাফল্য! উচ্চ মাধ্যমিকে রাজ্যের সব জেলায় ছাত্রের থেকে ছাত্রীর সংখ্যা বেশি 

১৪ মার্চ থেকে রাজ্যে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আর তার আগে একটি চমকপ্রদ তথ্য সামনে এল। এবারের উচ্চ মাধ্যমিকে রাজ্যের প্রতিটি জেলাতেই ছাত্রের থেকে বেশি ছাত্রী পরীক্ষা দিচ্ছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পরিসংখ্যান বলছে, রাজ্যের ২৩টি জেলাতেই ছাত্রের থেকে বেশি সংখ্যায় ছাত্রী পরীক্ষা বসছে। 

অনেকের মতেই, রাজ্য সরকার কন্ন্যাশ্রী থেকে শুরু করে ছাত্রীদের জন্য যে একগুচ্ছ প্রকল্প করেছে, তারই সুফল হল, উচ্চ মাধ্যমিকে ছাত্রের থেকে ছাত্রীর সংখ্যা বেশি। সংসদের পরিসংখ্যান অনুযায়ী, এ বছর মোট পরীক্ষায় বসছে ৮ লক্ষ্য ৫২ হাজার ছাত্রছাত্রী। যার মধ্যে ছাত্র পরীক্ষার্থীর সংখ্যা ৩ লক্ষ ৬২ হাজার ৫৭১ জন, এবং ছাত্রীর সংখ্যা ৪ লক্ষ ৮৯ হাজাত ১৩৫ জন। তাছাড়াও মোট পরীক্ষার্থীর নিরিখও এবছর গত বছরের তুলনায় বেশি ছাত্রছাত্রী পরীক্ষায় বসছে। গত বছর পরীক্ষা দিয়েছিল, ৭ লক্ষ ৪৫ হাজার। 

সংসদের তরফে জানানো হয়েছে, এ বছর রাজ্যের মোট ২৩টি জেলায় ২৩৪৯টি পরীক্ষা কেন্দ্র রয়েছে। পরীক্ষা কেন্দ্রগুলিতে সিসিটিভির ব্যবস্থাও করা হয়েছে। নজরদারিতে যাতে কোনও রকমের ফাঁকফোকর না থাকে তার জন্য সংসদের তরফে দায়িত্বে থাকা ব্যক্তিদের সঙ্গে দফায় দফায় বৈঠকে বসেছেন সংসদ কর্তারা। গত বছরের মতো এবছরও বাংলা, হিন্দি, ইংরেজি এবং আলচিকি ভাষায় প্রশ্নপত্র করা হবে। 

 

Comments are closed.