করোনা আতঙ্ক কাটিয়ে উঠতেই ভারতে বাড়ছে H3N2 ইনফ্লুয়েঞ্জা ‘হংকং ফ্লু’, মৃত ২, কী বলছেন চিকিৎসকরা

করোনা আতঙ্ক কাটিয়ে উঠতে না উঠতেই নতুন আতঙ্কের নাম H3N2 ইনফ্লুয়েঞ্জা তথা ‘হংকং ফ্লু’। ভারতে এই ভাইরাস সংক্রমিত হতে মৃত্যু হয়েছে ইতিমধ্যেই ২ জনের। শুক্রবার স্বাস্থ্য মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, মৃত ২ জনের মধ্যে একজন হরিয়ানা এবং অপরজন কর্নাটকের বাসিন্দা। স্বাস্থ্য মন্ত্রক বিবৃতিতে আরও জানিয়েছে, ইনফ্লুয়েঞ্জা A-এর সাব-টাইপ H3N2 সংক্রমণে হাসপাতালে ভর্তির হার অনেক বেশি। শিশু এবং কো-মর্বিডিটি থাকা বয়স্কদের এই ভাইরাসে সংক্রমিত হওয়ার হার সবথেকে বেশি।

 

কর্ণাটকের বাসিন্দা ৮২ বছরের বাসিন্দা গৌড়া নামে ওই ব্যক্তি ২৪ ফেব্রুয়ারি জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন। ১ মার্চ মারা যান তিনি। অন্যদিকে হরিয়ানার ৫৬ বছরের বাসিন্দা ফুস্ফুসের ক্যানসারে ভুগছিলেন। জানুয়ারি মাসে তাঁর H3N2 রিপোর্ট পজিটিভ আসে। নিজের বাড়িতেই মৃত্যু হয়েছে তাঁর।

 

এই ঘটনার পরই নড়েচড়ে বসেছে কেদ্রীয় স্বাস্থ্য দফতর। প্রতিটি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে চলছে নজরদারি। H3N2 ছাড়াও ভারতে H1N1 ভাইরাসে সংক্রমণের হারও বাড়ছে। এই মুহূর্তে দেশে ৯০টি H3N2 ভাইরাসে সংক্রমণ ও ৮ টি H1N1 ভাইরাস সংক্রমণের খবর মিলেছে। পাশাপাশি বাংলার চিকিৎসকরাও জানিয়েছে, বাংলাতেও মরশুমি ইনফ্লুয়েঞ্জা-A সংক্রমণের হার বাড়ছে। এই ক্ষেত্রে কোভিডের সময় বারবার হাত ধোয়া, মাস্ক পরার মতন স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলছেন চিকিৎসকরা।

Comments are closed.