রাজ্যপাল নিয়ে রাজ্যসভায় আলোচনা করতে চেয়েছিল তৃণমূল, ডিএমকের মতো বিরোধী দলগুলি। কিন্তু রাজ্যসভার চেয়ারম্যান বিরোধিদের আবেদন মঞ্জুর করেনি। যার জেরে রাজ্যসভা ওয়াকআউট করল তৃণমূল, ডিএমকে, কংগ্রেস।
পশ্চিমবঙ্গের পাশপাশি তামিলনাড়ুতে রাজ্য বনাম রাজ্যপাল সংঘাত চরমে উঠেছে। জানা গিয়েছে, কেন্দ্রের মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষার পরিবর্তে শুধু রাজ্যের জন্য মেডিক্যাল এন্টারেন্স পরীক্ষা করতে চেয়েছিল তামিলনাড়ু সরকার। সেই মতো বিধানসভায় একটি বিলও পাস করায় এম কে স্ট্যালিনের সরকার। কিন্তু রাজ্যপাল সেই বিলে সই করেননি। যা নিয়ে এদিন রাজ্যসভায় আলোচনা করতে চান ডি এম কে সাংসদরা।
এদিকে পশ্চিমবঙ্গে রাজ্যপালের সঙ্গে রাজ্যের সংঘাত থামার কোনও লক্ষণই নেই। রাজ্যপাল একাধিক বিল সই না করে আটকে রেখেছেন বলে অভিযোগ তৃণমূলের। এদিন তা নিয়ে রাজ্যসভায়ও সরব হন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়।
উল্লেখ, সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রশাসনিক বৈঠককে কেন্দ্র করে ফের একবার সংঘাতের পারদ ঊর্ধ্বমুখী। বৃহস্পতিবার প্রশাসনিক বৈঠক থেকে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারকে ভর্ৎসনা করেছেন মুখ্যমন্ত্রী। শুক্রবার তা নিয়ে ফের একবার মুখ্যমন্ত্রীর তীব্র সমালোচনা করে ট্যুইট করেছেন জগদীপ ধনখড়।
Comments are closed.