অসুস্থ রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী, একাধিক সমস্যা নিয়ে ভর্তি হাসপাতালে

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডে। শুক্রবার রাতে অচৈতন্য অবস্থায় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়।

জানা যাচ্ছে, শ্বাসকষ্ট রয়েছে, ফুসফুসে গভীর সংক্রমণ রয়েছে। এছাড়াও একাধিক শারীরিক জটিলতা রয়েছে তৃণমূল বিধায়কের। তাঁর চিকিৎসার জন্য একটি চার সদস্যের মেডিক্যাল টিম গঠন করা হয়েছে।

উল্লেখ্য এর আগেও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কিন্তু সেবারে কিচ্ছুক্ষণ থেকেই বাড়ি ফিরে গিয়েছিলেন।

হাসপাতাল সূত্রে খবর, শুক্রবার ভর্তির পর তাঁকে কিচ্ছুক্ষণ ভেন্টিলেশন রাখা হয়। এখন শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই তাঁর COPD রয়েছে। কিডনিরও সমস্যা রয়েছে। ফুসফুসও সম্পূর্ন কাজ করেনা।

বর্তমানে বিধায়কের একাধিক পরীক্ষা করানো হচ্ছে। টেস্টের রিপোর্ট পাওয়ার পর চিকিৎসকরা সিদ্ধান্ত নেবেন।

নিয়ম মেনে তৃণমূল বিধায়কের করোনা টেস্টও করা হয়েছে। এর আগে তাঁর স্ত্রী কোভিড আক্রান্ত হয়েছিলেন, সেসময়ও তাঁর টেস্ট করানো হয়। তবে এবার তাঁর শরীরে করোনার উপসর্গ রয়েছে বলে ডাক্তাররা জানিয়েছেন।

Comments are closed.