মুকুল পুত্র শুভ্রাংশু সহ তৃণমূল, সিপিএমের ৩ বিধায়ক বিজেপিতে, পাশাপাশি যোগ দিলেন ৬৩ কাউন্সিলর

মুকুল রায় পুত্র শুভ্রাংশু সহ রাজ্যের ৩ বিধায়ক যোগ দিলেন বিজেপিতে। বিজেপিতে যোগ দেওয়া বিধায়কদের মধ্যে দু’জন তৃণমূলের, একজন সিপিএমের। পাশাপাশি, কাঁচড়াপাড়া, হালিশহর এবং নৈহাটি মিলে মোট ৬৩ জন কাউন্সিলর যোগ দিলেন বিজেপিতে, যার ফলে এই তিন পুরসভা এল বিজেপির দখলে।
মঙ্গলবার দিল্লিতে বীজপুর এবং বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক শুভ্রাংশু রায় ও তুষার ভট্টাচার্য বিজেপিতে যোদ দেন। সেই সঙ্গে উত্তর দিনাজপুরের হেমতাবাদের সিপিএম বিধায়ক দেবেন্দ্রনাথ রায় এদিন বিজেপিতে যোগ দেন। এর পাশাপাশি হালিশহর পুরসভার ২৩ জন কাউন্সিলরের মধ্যে ১৭ জন্য, কাঁচড়াপাড়া পুরসভার ২৪ জনের মধ্যে ১৭ জন এবং নৈহাটি পুরসভার ৩১ জনের মধ্যে ২৯ জন কাউন্সিলর বিজেপিতে যোগ দেন।
এদিন ৩ বিধায়ক এবং কাউন্সিলররা বিজেপিতে যোগ দেওয়ার পর সাংবাদিক সম্মেলনে মুকুল রায় এবং কৈলাস বিজয়বর্গীয় বলেন, আরও বহু তৃণমূল বিধায়ক বিজেপিতে যোগ দেবেন। তৃণমূল প্রতিক্রিয়ায় জানিয়েছে, কাউন্সিলরদের বন্দুকের সামনে দল বদলে বাধ্য করা হয়েছে, এতে কিছু এসে যায় না।

Comments are closed.