‘আতঙ্ক অব্যাহত, যদিও চৌকিদাররা ঘুমে আচ্ছন্ন’, উত্তর প্রদেশের আইন-শৃঙ্খলা নিয়ে বিজেপিকে নিশানা অভিষেকের
‘আতঙ্ক অব্যাহত, যদিও চৌকিদাররা ঘুমে আচ্ছন্ন। এটাই বিজেপি সরকারের উত্তর প্রদেশ। যেখানে আইনের শাসন শেষ এবং উঁচু জাতের বর্বরতার ধারা অব্যাহত।’
হাথরসের পর যোগী রাজ্যের ভাদোহীতে দলিত কন্যার ধর্ষণ ও খুন নিয়ে প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী ও উত্তর প্রদেশের মুখ্য মন্ত্রী যোগী আদিত্যনাথকে এই ভাষাতেই তীব্র আক্রমণ করলেন তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি।
হাথরসের গণধর্ষণ কাণ্ড নিয়ে যখন উত্তাল গোটা দেশ, সে সময় ফের এক বার ধর্ষণের অভিযোগ সেই উত্তর প্রদেশে। মাথা পাথর দিয়ে থেঁতলানো। মুখ চেনা যাচ্ছে না। অভিযোগ, ধর্ষণ করে নৃশংস ভাবে খুন করা হয়েছে এক দলিত কিশোরীকে। যা নিয়ে কেন্দ্র ও উত্তর প্রদেশের বিজেপি সরকারকে নিশানা করলেন ডায়মন্ড হারবারের সাংসদ। শুক্রবার এক ট্যুইটে অভিষেক লেখেন, ‘ভয়ের পরিস্থিতি জারি রয়েছে, তবে এখনও ‘চৌকিদাররা’ ঘুমোচ্ছেন। অহিংসা দিবসের প্রাক্কালে ভাদোহীতে আরও এক দলিত কিশোরী হিংসার শিকার হলেন।’ এখানেই না থেমে যোগী সরকারকে তীব্র কটাক্ষ করে তৃণমূল সাংসদ ট্যুইটারে লিখলেন, ‘এটাই বিজেপি সরকারের উত্তর প্রদেশ। যেখানে আইনের শাসন শেষ এবং উঁচু জাতের বর্বরতার ধারা শুরু হয়েছে।’
উত্তর প্রদেশের হাথরসের ক্ষত তাজা। এর মধ্যে সে রাজ্যের ভাদোহীতে ফের এক দলিত কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, অভিযোগ, ধর্ষণের পর নৃশংস ভাবে অত্যাচার করে খুন করা হয়েছে এক ১৪ বছরের দলিত কিশোরীকে। গত বৃহস্পতিবার ভাদোহী জেলার একটি মাঠ থেকে উদ্ধার করা হয়েছে তার ক্ষতবিক্ষত দেহ। পুলিশ সূত্রে খবর, ভাদোহীর গোপালগঞ্জ থানা এলাকার চকরাজারাম তিওয়ারিপুর গ্রামের বাসিন্দা ওই কিশোরী বৃহস্পতিবার সকালে বাড়ির অদূরে একটি মাঠে শৌচকর্মে গিয়েছিল। অভিযোগ, সে সময়ই তার উপর অত্যাচার চালায় দুষ্কৃতীরা। কিশোরীর পরিবারের অভিযোগ, নৃশংস ভাবে খুনের আগে তাকে ধর্ষণ করা হয়।
Comments are closed.