ডালি ভরা মিথ্যে নিয়ে বাংলা সফরে এসেছেন অমিত শাহ। দেখে খারাপ লাগছে, রাজ্যে আসার আগে সামান্য হোমওয়ার্কটুকুও করেননি দেশের স্বরাষ্ট্র মন্ত্রী। অমিত শাহ বাংলা ছাড়ার আগেই জবাব দিল তৃণমূল। দুদিনের রাজ্য সফরে এসে মমতার আমলে বাংলার আইন শৃঙ্খলার অবনতি ও সর্বগ্রাসী দুর্নীতি নিয়ে ধারাবাহিক প্রশ্ন তুলেছেন অমিত শাহ। এবার সেই অস্ত্রেই বিজেপিকে পাল্টা নিশানা করল তৃণমূল। সাংসদ সুখেন্দুশেখর রায় বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী বাংলায় আসছেন কিন্তু হোমওয়ার্ক করে আসবেন তো! তিনি তো দেখলাম ফ্যাক্ট খুঁজে না পেয়ে একগাদা মিথ্যে কথা বলে গেলেন।
পরিবারতন্ত্র ও দুর্নীতি ইস্যুতে অমিত শাহকে বিঁধে সুখেন্দুশেখরের প্রশ্ন, কোন ম্যাজিকে জয় শাহ বিসিসিআই সচিব হয়ে গেলেন সেটা জানিয়ে গেলেন না তো?
দলবদল প্রসঙ্গে অমিত শাহের মন্তব্য ছিল, তালিকা অনেক লম্বা। এই প্রসঙ্গেই শাহকে কটাক্ষ করেছেন সুখেন্দুশেখর। তাঁর কথায়, ওই তালিকা হাতে নিয়ে বসে থাকতে থাকতেই দেখবেন মানুষ মমতাকে ফের ক্ষমতায় বসিয়ে দিয়েছেন। সবমিলিয়ে বিজেপির অন্যতম হেভিওয়েট নেতার রাজ্য সফর ঘিরে রাজনৈতিক চাপানউতোর অব্যাহত।
একটুও হোমওয়ার্ক করেননি, অমিত শাহকে কটাক্ষ তৃণমূলের
Comments are closed.