পিকনিকের মোড়কে ‘বাংলা নিজের মেয়েকেই চায়’ এর প্রচার উত্তর দিনাজপুর তৃণমূলের
উদ্যোক্তারা জানাচ্ছেন, পরবর্তীতে করণদিঘি বিধানসভার ৪০ টি মৌজাতেও একইভাবে পিকনিকের আয়োজন করা হবে
‘বাংলা নিজের মেয়েকেই চায়’ কর্মসূচির অভিনব প্রচার উত্তর দিনাজপুর যুব তৃণমূলের। ‘বাংলা নিজের মেয়েকেই চায়’ কর্মসূচির প্রচারে তৃণমূলের কর্মী সমর্থক এবং স্থানীয় মানুষদের নিয়ে পিকনিক করল উত্তর দিনাজপুর জেলার করণদিঘি বিধানসভা অঞ্চলের তৃণমূল নেতৃত্ব।
মঙ্গলবার করণদিঘি ব্লকের ২৪৩ নম্বর যুজারপুর বুথে পিকনিক হয়। খাওয়া দাওয়ার পাশাপাশি পিকিনিকে যোগ দেওয়া সমর্থক সাধারণ মানুষকে তৃণমূলের ক্যালেন্ডার দেওয়া হয়। মমতা সরকারের বিভিন্ন প্রকল্পের কথাও এই কর্মসূচিতে স্থানীয় নেতৃত্ব প্রচার করেন।
উদ্যোক্তারা জানাচ্ছেন, পরবর্তীতে করণদিঘি বিধানসভার ৪০ টি মৌজাতেও একইভাবে পিকনিকের আয়োজন করা হবে।
পিকনিক কর্মসূচির উদ্বোধন করে উত্তর দিনাজপুর জেলার যুব তৃণমূল সভাপতি গৌতম পাল বলেন, পার্টির শীর্ষ নেতৃত্বের নির্দেশে পিকনিক করলাম। কন্যাশ্রী, রূপশ্রী, পাড়ায় সমাধানের মত তৃণমূল সরকারের একাধিক জনমুখী প্রকল্পের কথাও আমরা মানুষের সামনে তুলে ধরেছে।
জেলা নেতৃত্বের দাবি, কর্মসূচির প্রচারের জন্য এধরনের সামাজিক অনুষ্ঠান সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সারা ফেলেছে।