তেল ও গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে তৃণমূল, শনি-রবিতে মিছিল যাদবপুর-বেহালায়

লাফিয়ে বাড়ছে পেট্রোল-ডিজেল-রান্নার গ্যাসের দাম

তেল ও গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে পথে নামছে তৃণমূল। শুক্রবার দলের মহাসচিব পার্থ চ্যাটার্জি জানান, শনিবার দক্ষিণ কলকাতায় মিছিল করবে তৃণমূল। রবিবার মিছিল হবে বেহালায়। এই দু’দিনই জেলাতেও মিছিল করবে তৃণমূল বলে জানিয়েছেন পার্থ চ্যাটার্জি। 

লাগাতার বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম। দেশের বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই ১০০ তা ছুঁয়ে ফেলেছে ১ লিটার পেট্রলের দাম। রান্নার গ্যাসের দামও বাড়তে বাড়তে আকাশ ছুঁয়ে ফেলার জোগাড়। এই পরিস্থিতিতে পথে নেমে আন্দোলন শুরু করছে তৃণমূল। শুক্রবার তৃণমূলের মহাসচিব জানান, শনিবার যাদবপুর থানা থেকে মিছিল শুরু হবে। রবিবার বেহালায় প্রতিবাদে থ্রি এ বাস স্ট্যান্ড থেকে মিছিল হবে। শনি ও রবিবার সব জেলাতে একই ইস্যুতে মিছিল হবে বলেও জানিয়েছেন পার্থ চ্যাটার্জি। 

Comments are closed.