মাতঙ্গিনী হাজরা অসমের! মন্তব্য মোদীর; উনি কী পাগল হয়ে গিয়েছেন? পাল্টা তোপ তৃণমূলের

স্বাধীনতা সংগ্রামী মাতঙ্গিনী হাজরা অসমের। ১৫ আগস্ট জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে এমনই মন্তব্য করে বসেন প্রধানমন্ত্রী নীরেন্দ্র মোদী। আর এই মন্তব্যের জেরে ট্যুইটে প্রধানমন্ত্রীকে তীব্র ভর্ৎসনা করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ।

মাতঙ্গিনী হাজরাকে নিয়ে করা ভুল মন্তব্যের অংশটি ট্যুইট করে কুণাল তোপ দাগেন, প্রধানমন্ত্রী কী পাগল হলেন? নরেন্দ্র মোদীকে তাঁর তীব্র কটাক্ষ, “নিজে জানেন না। অন্যের লেখা ভাষণ পড়ে নাটক করতে গেলে এই হয়। এটা বাংলার প্রতি অপমান”।

প্রধানমন্ত্রীকে এই মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে বলেও ট্যুইটে দাবি তোলেন তিনি। সেই সঙ্গে নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও আক্রমণ শানিয়েছেন কুণাল। বলেন, বাংলার প্রতি অপমান করা হয়েছে। ওঁদের পূর্ব মেদিনীপুরের গদ্দারও ক্ষমা চেয়ে বিবৃতি দিন।

৭৫ তম স্বাধীন দিবসে ভারতের মুক্তি সংগ্রামে নারীদের অবদান প্রসঙ্গে বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলে বসেন, ‘অসমের মাতঙ্গিনী হাজরার পরাক্রমের কথা’। মেদিনীপুরের হোগলা গ্রামে বসাবস করতেন স্বাধীনতা সংগ্রামী মাতঙ্গিনী হাজরা। প্রধানমন্ত্রীর এ ধরনের ভুল মন্তব্যে অনেকেই অবাক হয়েছেন।

প্রধানমন্ত্রীর ক্ষমা চাওয়ার দাবি তুলে সরব হয়েছে তৃণমূল। কুণাল ঘোষের পর দলের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেল থেকেও দাবি তোলা হয়েছে প্রধানমন্ত্রী যেন তাঁর মন্তব্যের জন্য ক্ষমা চান।

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, এরকম ছোটখাটো ভুল হতেই পারে।

Comments are closed.