ED-CBI-কে অপব্যবহার করা হচ্ছে! প্রতিবাদে টানা ৪৮ ঘন্টা ধর্ণা শুরু করল তৃণমূলের মহিলা ব্রিগেড 

রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে ইডি সিবিআইকে ব্যবহার করছে বিজেপি। এই অভিযোগে ফের একবার কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াল তৃণমূল। কেন্দ্রের প্রতিহিংসাপরায়ণ মনোভাবের অভিযোগ তুলে মঙ্গলবার থেকে টানা ৪৮ ঘন্টার ধর্ণা শুরু করল তৃণমূলের মহিলা নেতা কর্মীরা। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে মেয়ো রোডে গান্ধী মূর্তির তলায় ধর্ণা শুরু করেছে ঘাসফুল শিবিরের মহিলা ব্রিগেড। 

মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ছাড়াও ধর্ণা মঞ্চে উপস্থিত ছিলেন, রাজ্যের আরেক মন্ত্রী শশী পাঁজা, বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণ চক্রবর্তী, ববি হাকিমের মেয়ে প্রিয়দর্শিনী হাকিম প্রমুখ। এছাড়াও কলকাতা পুরসভার একাধিক মহিলা কাউন্সিলর ও তৃণমূলের মহিলা কংগ্রেসের একাধিক নেতা কর্মীরা। কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের পাশাপাশি বিলকিস বানোর ধর্ষকদের মুক্তি, বাগদায় বিএসএফ নারী নির্যাতনের বিরুদ্ধে ধর্ণা মঞ্চ থেকে সরব হন তৃনমূলের মহিলা নেতৃত্ব। 

এদিকে ধর্ণার দিনই ভোট পরবর্তী হিংসার অভিযোগে বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পালকে ফের একবার তলব করেছে সিবিআই। এদিন সকালেই নিজাম প্যালেসে হাজির হয়েছেন পরেশ পাল। একই সঙ্গে চিটফান্ড কাণ্ডেও হালিশহরের পুর প্রধান গ্রেফতারের পর, এদিন বীজপুরের তৃণমূল বিধায়ককে তলব করেছে সিবিআই। একদিকে রাজ্যজুড়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর তৎপরতা অন্যদিকে তৃণমূলের প্রতিবাদ, সব মিলিয়ে পুজোর আগেও সরগরম রাজ্য রাজনীতি। 

Comments are closed.