মুর্শিদাবাদের ডোমকলে খুন ৩ তৃণমূল কর্মী, অভিযোগের তির কংগ্রেস-বিজেপির বিরুদ্ধে

ফের রাজনৈতিক হিংসার ঘটনা রাজ্যে। এবার মুর্শিদাবাদের ডোমকলে। শনিবার ব্যাপক বোমাবাজি ও গুলিতে ডোমকলে খুন হলেন ৩ তৃণমূল কর্মী, গুলিবিদ্ধ আরও ১ জন। ঘটনায় অভিযোগের তির কংগ্রেস এবং বিজেপির দিকে।
সূত্রের খবর, শনিবার ভোররাতে ডোমকল থানার কুচিয়ামোড়া গ্রামে দুষ্কৃতীদের গুলি ও বোমার আঘাতে মৃত্যু হয়েছে ৩ জনের। নিহত ৩ জনই তাদের সক্রিয় কর্মী বলে দাবি তৃণমূল নেতৃত্বের। লোকসভা ভোট পরবর্তী হিংসায় এই এলাকারই পঞ্চায়েত কর্মাধ্যক্ষ এবং তৃণমূল নেতা আলতাব শেখ খুন হয়েছিলেন। শনিবার যে ৩ জন খুন হয়েছেন, তার মধ্যে বছর ১৮ র সোহেল রানা শেখ তৃণমূল নেতা আলতাব শেখেরই ছেলে। এছাড়া আলতাব শেখের ভাই খাইরুদ্দিন মণ্ডল ও এক প্রতিবেশী দুষ্কৃতীদের গুলিতে নিহত হন। মৃতদের পরিবারের অভিযোগ, খুনের পেছনে রয়েছে কংগ্রেস ও বিজেপি। তৃণমূল সাংসদ আবু তাহেরের অভিযোগ, আলতাব শেখ এবং তাঁর পরিবার কয়েকদিন আগে সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান করেছিলেন, সেই কারণেই তাঁদের আক্রমণ করেছে বিরোধীরা। যদিও বিরোধী পক্ষ এই খুনের ঘটনা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জন্য বলে পাল্টা দাবি করেছেন। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Comments are closed.