আজ দক্ষিণেশ্বর মন্দিরের ইতিহাস নিয়ে ‘লাইট অ্যান্ড সাউন্ডে’ র উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

দক্ষিণেশ্বরের লাইট অ্যান্ড সাউন্ডের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার দিল্লি থেকে ফেরার পথে দক্ষিণেশ্বর মন্দিরে যাবেন তিনি মমতা ব্যানার্জি। সেখানে তিনি লাইট অ্যান্ড সাউন্ডের উদ্বোধন করবেন।

গঙ্গাপাড়ে রাণী রাসমনির প্রতিষ্টিত দক্ষিণেশ্বর মন্দির। শ্রীরামকৃষ্ণ, মা সারদা ও স্বামী বিবেকানন্দ ছাড়াও অনেক মনীষির নাম জড়িয়ে আছে দক্ষিণেশ্বরের কালী মন্দিরের সঙ্গে। এই মন্দিরে ভিড় জমান দেশ বিদেশ থেকে আগত হাজার হাজার ভক্ত। এবার মন্দিরের ইতিহাস নিয়ে লাইট অ্যান্ড সাউন্ডের প্রদর্শনী শুরু হতে চলেছে। আলো আর ধ্বনির মাধ্যমে সাধারণ মানুষের সামনে দক্ষিণেশ্বরের ইতিহাসঅকে তুলে ধরার পরিকল্পনা অনেক আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী। কেএমডিএ-র উদ্যোগে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর হাত দিয়েই এই লাইট অ্যান্ড সাউন্ডের সূচনা হবে।

কেএমডিএ-র উদ্যোগে মন্দির চত্ত্বরে উদ্বোধন হবে এক সংগ্রহশালার। এই সংগ্রহশালায় থাকবে শ্রীরামকৃষ্ণদেবের ধুতি, ভবতারিনী মায়ের খড়্গ, রানী রাসমনির শ্বেতপাথরের সিংহাসন। এও সংগ্রহশালার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দক্ষিণেশ্বর কুঠিবাড়িতে উদ্বোধন করা হয়েছে সংগ্রহশালার।
উল্লেখ্য, আগে দক্ষিণেশ্বরে সারদা মা ও শ্রীরামকৃষ্ণের ঘর, পঞ্চবটি ইত্যাদী জায়গা দর্শন করতে পারতেন পূণার্থীরা। এবার রামকৃষ্ণদেব ও রানি রাসমনির ব্যবহারের জিনিসপত্র নিয়ে আলাদা কর সংগ্রহশালা তৈরি করা হল।

Comments are closed.