কেন্দ্রের ‘অগ্নিপথ’ প্রকল্পের প্রতিবাদে অগ্নিগর্ভ বিহার, বিক্ষোভের আগুন অন্য রাজ্যেও 

সেনাবাহিনীতে নিয়োগ সম্পর্কিত কেন্দ্রের ‘অগ্নিপথ’ প্রকল্প নিয়ে আগেই বিতর্ক তৈরি হয়েছিল। এবার প্রকল্পের প্রতিবাদে রাস্তায় নেমেছে বিক্ষোভকারীরা। তাঁদের দাবি, সেনা বাহিনীতে নিয়োগের ক্ষেত্রে পুরোনো নিয়মই ফিরিয়ে আনতে হবে। দেশের অন্যান্য রাজ্যে বিক্ষোভের আচঁ ছড়ালেও বিহারের পরিস্থিতি অগ্নিগর্ভ। বৃহস্পতিবার সকাল থেকেই বিহারের একাধিক জায়গায় দফায় দফায় বিক্ষোভ দেখান প্রকল্পের বিরোধীরা। বিক্ষোভ তুলতে গেলে পুলিশের সঙ্গে খন্ডযুদ্ধ বেঁধে যায় বিক্ষোভকারীদের। ভাঙ্গচুর, অগ্নিসংযোগ, রাস্তা অবরোধ দেখা যায় বিভিন্ন জায়গায়। বিহারের পাশপাশি উত্তরপ্রদেশ, হরিয়ানা, রাজস্থানেও বিক্ষোভ শুরু করেন সেনাতে চাকরি করতে চাওয়া চাকরি প্রার্থীরা। 

এদিন বিহারের ভাভুয়া রেল স্টেশনে ইন্টারসিটি এক্সপ্রেসে ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা। আরা স্টেশনেও ভাঙচুর চালায় এক দল আন্দোলনকারী। আরপিএফ বাধা দিতে এলে তাদের সঙ্গে সংঘর্ষ বেঁধে যায়। রেল পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু করে একদল তরুণ। ট্রেনে অগ্নিসংযোগের মতো ঘটনাও ঘটে। সব মিলিয়ে ‘অগ্নিপথ’ প্রকল্প নিয়ে উত্তাল বিহারের একাংশ। 

বিহারের পাশাপাশি উত্তরপ্রদেশের মুজফ্ফর নগর, বক্সারেও রাস্তায় নেমে প্রতিবাদ দেখিয়েছে সেনার চাকরিতে প্রস্তুতি নেওয়া তরুণরা। একই অবস্থা হরিয়ানা ও রাজস্থানেও। 

উল্লেখ্য, সেনাবাহিনীতে নিয়োগের জন্য ‘অগ্নিপথ’ প্রকল্পের ঘোষণা করেছে কেন্দ্র। এই প্রকল্পের মাধ্যমে সেনাবাহিনীর তিনটে ক্ষেত্রেই চুক্তি ভিত্তিক ভাবে নিয়োগ করা হবে। ‘অগ্নিপথ’ প্রকল্পের বিষয়ে জানানো হয়েছে, এর মাধ্যামে চার বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়মে সেনায় নিয়োগ করা হবে ‘অগ্নিবীর’দের। চার বছর পর মেয়াদ শেষ হবে তাঁদের। চার বছরে প্রথমে মাসে ৩০ হহাজার টাকা করে বেতন পাবেন ‘অগ্নিবীর’রা, শেষ বছর সেই বেতন হবে ৪০ হাজার টাকা। এছাড়াও বেতনের ৩০% তাঁরা জমাতে পারবেন। বাকি ৩০% দেবে কেন্দ্র। 

মেয়াদ শেষ মোট নিয়োগের ২৫%-কে পাকাপাকি ভাবে সেনাবাহিনীতে চাকরি দেওয়া হবে। বাকি ৭৫%-কে দেওয়া হবে ১০-১১ লক্ষ টাকা ভাতা, যার পুরোটাই ট্যাক্স ফ্রি। এছাড়াও স্কিল গেইন সার্টিফিকেট ও ক্রেডিট ফর হায়ার এডুকেশন সার্টিফিকেট দেওয়া হবে। যদিও ওই ৭৫% অবসরকালীন কোনও সুযোগ সুবিধা পাবেন না, এমনকি নিজেদের প্রাক্তন সেনাকর্মী হিসেবেও পরিচয় দিতে পারবেন না। যার ফলে স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, চার বছর চাকরির পর বাকি ৭৫%-এর ভবিষ্যত কী হবে? যার জেরেই ‘অগ্নিপথ’ প্রকল্পের প্রতিবাদ শুরু করেছেন এত দিন ধরে সেনাবাহিনীর চাকরির প্রস্তুতি নেওয়া তরুণরা। 

Comments are closed.