আগামী ২ থেকে ৩ দিন ধরে চলবে বৃষ্টি, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের

রবিবারের পর সোমবারও ঝড়-বৃষ্টির পূর্বাভাস রাজ্য জুড়ে। রাজ্যের ৯ টি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবার থেকে আবহাওয়ার উন্নতি হবে রাজ্য জুড়ে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৬ ডিগ্রি সেলসিয়াস আর সর্বোচ্চ তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস।

মঙ্গলবার বিকেল পর্যন্ত রাজ্য জুড়ে বজ্র-বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনও কোনও জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৭ থেকে ৯৪ শতাংশের মধ্যে থাকবে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে ৫.৬ মিলিমিটার।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে শুধুমাত্র কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায়। শিলাবৃষ্টির জেরে উত্তরবঙ্গে চা বাগানের ক্ষতির সম্ভবনা রয়েছে।

উল্লেখ্য, রাজস্থান থেকে বিহার পর্যন্ত একটি নিম্নচাপ ও ঝাড়খন্ড থেকে কর্ণাটক পর্যন্ত আরেকটি নিম্নচাপ অবস্থান করছে। একটি ঘুর্নাবর্ত রয়েছে ছত্তিশগড় ও ঝাড়খন্ড এলাকায়। এরফলে বৃষ্টিপাত হচ্ছে বাংলায়।

Comments are closed.