পায়ে ধরি অক্সিজেনের নল খুলে নেবেন না! আগ্রায় মায়ের জীবন বাঁচাতে সন্তানের কাতর আর্তি ভাইরাল

দিল্লির পর এবার করোনার হটস্পট উত্তরপ্রদেশ

মা মৃত্যুর মুখে ঢলে পড়ছেন। আপনাদের পায়ে ধরে অনুরোধ করছি। দয়া করে অক্সিজেনের সিলিন্ডার কেড়ে নেবেন না!

মাকে বাঁচাতে রাস্তায় বসে পড়ে পুলিশের কাছে করজোরে কাতর আবেদন যুবকের। সেই হৃদয়বিদারক ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

আগ্রার এক বেসরকারি হাসপাতালের ঘটনা। ভিডিওটি সোমবার সন্ধ্যায় আগ্রার ওই হাসপাতালের সামনে তোলা হয়েছে বলে সংবাদ সূত্রে খবর।

যত সময় যাচ্ছে ততই দেশে করোনার পরিস্থিতি ভয়ঙ্কর রূপ নিচ্ছে। দিল্লির পর এবার করোনার হটস্পট উত্তরপ্রদেশ। পাল্লা দিয়ে বাড়ছে অক্সিজেন, বেডের হাহাকার। যোগীরাজ্য মৃত্যুপুরীর রূপ নিয়েছে। এই পরিস্থিতিতে মানবিকতাই একমাত্র সম্বল। কিন্তু বিপরীত ছবি ধরা পড়ল ভাইরাল ভিডিওয়।

ভিডিওতে দেখা যাচ্ছে, এক যুবক হাসপাতালের সামনে পুলিশের কাছে অক্সিজেনের জন্য কাতর আর্জি জানাচ্ছেন। কারণ তাঁর মা করোনা পজিটিভ হয়ে হাসপাতালে ভর্তি। এই অবস্থায় হাসপাতাল থেকে অক্সিজেন সিলিন্ডার নিয়ে যাওয়া পুলিশের কাছে তাঁর আকুতি, ‘এইভাবে সিলিন্ডার নিয়ে চলে গেলে মায়ের চিকিৎসা কী করে হবে?’

 

যদিও ভিডিওর সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে আগ্রা পুলিশ। এরপর একটি ভিডিও ট্যুইট করেন আগ্রা থানার পুলিশ আধিকারিক। সেখানে তাঁকে বলতে শোনা যায়, আগ্রায় দু’দিন আগে অক্সিজেনের ঘাটতি ছিল। তাই অনেকেই স্বেচ্ছায় ব্যক্তিগত সিলিন্ডার হাসপাতালের হাতে তুলে দিচ্ছিলেন। তিনি আরও বলেন, ওই দুই ব্যক্তি ফাঁকা সিলিন্ডার নিয়ে গাড়িতে তুলছিল। ভিডিওয় যাঁকে দেখা যাচ্ছে, তিনি তাঁর করোনায় সংক্রমিত আত্মীয়ের জন্য অক্সিজেন জোগাড় করে দেওয়ার জন্য অনুরোধ করছিলেন। তবে কেউই ভর্তি সিলিন্ডার গাড়িতে তোলেনি।

ভাইরাল হওয়া ভিডিওটি নিয়ে আগ্রা থানার পুলিশ আধিকারিক জানিয়েছেন, লোকজনকে বিভ্রান্ত করার জন্য সোশ্যাল মিডিয়ায় এ জাতীয় ভিডিও প্রচার করা হচ্ছে। TheBengalStory এই ভিডিওর সত্যতা যাচাই করেনি।

গত কয়েক দিন ধরে অন্যান্য রাজ্যের মতো অক্সিজেন সরবরাহের অভাব দেখা দিয়েছে উত্তরপ্রদেশেও। অক্সিজেনের অভাবে মৃত্যু হচ্ছে বহু করোনা রোগীর। যদিও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন রাজ্যে পর্যাপ্ত অক্সিজেন এবং বেড রয়েছে। চিন্তার কারণ নেই।

Comments are closed.