আহমেদাবাদের কোভিড হাসপাতালে ভয়াবহ আগুন, মৃত্যু ৮ সংক্রমিতের

গুজরাতের আহমেদাবাদে কোভিড হাসপাতালে ভয়াবহ আগুন। মৃত্যু আইসিইউতে ভর্তি থাকা ৮ জনের। ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে আচমকা আগুন লেগে যায় আহমেদাবাদের নওরঙ্গপুরার শ্রেয় হাসপাতালে। ৫০ শয্যার বিশেষ কোভিড হাসপাতালে সেই সময় ভর্তি ছিলেন ৪৫ জন রোগী। তার মধ্যে বেশ কয়েকজনকে রাখা হয়েছিল আইসিইউতে। আগুনের খবর পেয়ে হাসপাতালের উদ্দেশে রওনা দেয় দমকল। তড়িঘড়ি রোগীদের সরিয়ে নিয়ে যাওয়া হয় সরকারি কোভিড হাসপাতালে। কিন্তু এর মধ্যেই আইসিইউতে আগুন পৌঁছে যায়। দমবন্ধ হয়ে আগুনে পুড়ে মৃত্যু হয় ৫ জন পুরুষ এবং ৩ মহিলার। তাঁরা সকলেই করোনা সংক্রমিত হয়ে আইসিইউতে ভর্তি ছিলেন।

দমকল সূত্রে খবর, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল। অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে ২ লক্ষ ও আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। মুখ্যমন্ত্রী বিজয় রুপানি ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।

Comments are closed.