আমদাবাদের মোতেরা স্টেডিয়ামে নমস্তে ট্রাম্প অনুষ্ঠান, মেলানিয়াকে নিয়ে সবরমতী আশ্রমে গিয়ে চরকা কাটলেন মার্কিন প্রেসিডেন্ট, দেখুন ফটো গ্যালারি
এই প্রথম ভারত সফরে এলেন মার্কিন প্রেসিডেন্ট সস্ত্রীক ডোনাল্ড ট্রাম্প। তাঁর সঙ্গে ছিলেন কন্যা ইভাঙ্কা এবং জামাতা । এদিন গুজরাতে ট্রাম্পের বিমান অবতরণের পরই তিনি সোজা চলে যান সবরমতী আশ্রমে। সেখানে গিয়ে চরকা কাটেন সস্ত্রীক ট্রাম্প। পাশে দাঁড়িয়ে চরকা কাটা দেখিয়ে দেন নরেন্দ্র মোদী। তারপর মার্কিন প্রেসিডেন্ট সবরমতী আশ্রমের ভিজিটর্স বুকেও নিজের মন্তব্য লেখেন। সবরমতী আশ্রম থেকে ডোনাল্ড ট্রাম্পের কনভয় চলে যায় মোতেরা স্টেডিয়ামের উদ্দেশে। তারপর বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে যোগ দেন দেন নমস্তে ট্রাম্প অনুষ্ঠানে। এক লক্ষাধিক মানুষের সামনে প্রধানমন্ত্রী মোদীকে প্রশংসায় ভরিয়ে দেন প্রেসিডেন্ট ট্রাম্প। ভাষণে নাম নেন সচিন তেণ্ডুলকর, বিরাট কোহলির। সঙ্গে সঙ্গে উচ্ছ্বাসে ফেটে পড়ে ভিড়ে ঠাসা মোতেরা স্টেডিয়াম। স্টেডিয়ামে নমস্তে ট্রাম্প অনুষ্ঠানে হাজির ছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলিও।