সোশ্যাল মিডিয়ার কু-প্রভাব নিয়ে তৈরি হল ছবি ‘ক্লাস রুম’।

সমাজের যুব প্রজন্মকে সোশ্যাল মিডিয়ার কু-প্রভাব সম্পর্কে সচেতন করতে ‘ক্লাস রুম’ নামে একটি ছবি বানিয়েছেন চিত্র পরিচালক রাজীব কুমার। পূর্ণ দৈর্ঘের এই ছবিটি মুক্তি পাবে আগামী মাসে। তাঁর আগে চলছে ছবির প্রচার। ছবিটিতে মুখ্য চরিত্রে দেখা যাবে নবাগতা কোয়েল ও কুয়াশাকে। সামজিক সচেতনতামূলক এই ছবির প্রচারে সোমবার কসবা থানায় এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে ছবির কলাকূশলীরা ছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্য, অভিনেত্রী পল্লবী চট্টোপাধ্যায়, গায়ক পর্ণাভ মিত্র প্রমুখ।
সোশ্যাল মিডিয়ার অপব্যবহারে যুব সমাজ যাতে বিপথগামী না হয়, সেই বিষয়ে ছবির চিত্রনাট্য তৈরি হয়েছে। এই ছবির পাশে দাঁড়িয়েছে কলকাতা পুলিশ। এই বিষয় নিয়ে একটি স্পেশাল ড্রাইভ শুরু করেছে কসবা থানার পুলিশ।

Leave A Reply

Your email address will not be published.