মুখ্যমন্ত্রী মহারাষ্ট্র থেকে ফিরতেই নবান্নে আদানি, বাণিজ্য সম্মেলনে আসার জন্য মুখিয়ে রয়েছি, ট্যুইট শিল্পপতির 

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে। পশ্চিমবঙ্গে শিল্পের ব্যাপক সম্ভবনা রয়েছে। বিজিবিএস যোগ দেওয়ার জন্য মুখিয়ে রয়েছি। মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে ট্যুইট শিল্পপতি গৌতম আদানির। 

 মুখ্যমন্ত্রী মুম্বই থেকে ফিরতেই বৃহস্পতিবার সন্ধ্যায় নবান্নে তাঁর সঙ্গে দেখা করেন এশিয়ার অন্যতম ধনকুবের গৌতম আদানি। সূত্রের খবর, এই বৈঠকে আদানি পুত্র এবং তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জিও উপস্থিত ছিলেন। আদানির সঙ্গে মুখ্যমন্ত্রীর এই সাক্ষাৎ-এ রাজ্যে বিপুল বিনিয়োগের সম্ভবনা দেখছে বাণিজ্যিক মহলের একাংশ। 

সূত্রের খবর, হলদিয়া ও খিদিরপুর বন্দরে বিনিয়োগ নিয়ে কথা হয়েছে শিল্পকর্তার সঙ্গে। পাশাপাশি তাজপুর বন্দরের কাজও শুরু হয়েছে। পর্যবেক্ষকদের একাংশের মতে, তাজপুর বন্দরেও বিনিয়োগ করতে পারে আদানি গোষ্ঠী। 

বৃহস্পতিবারই মুম্বই সফর শেষ করে রাজ্যে ফিরেছেন মুখ্যমন্ত্রী। রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি শিল্পতিদের সঙ্গেও বৈঠক করেছেন মমতা। রাজ্যে আসন্ন বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে শিল্পতিদের আমন্ত্রণ জানিয়ে এসেছেন। আর তাঁর এই সফর শেষেই আদানি গোষ্ঠীর কর্তার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক, রাজ্যে বিনিয়োগের জন্য অত্যন্ত সদর্থক ঘটনা বলে মত ওয়াকিবহাল মহলের একাংশের।   

Comments are closed.