এনআরএস কাণ্ডে আসরে কেন্দ্র, দেশজুড়ে স্বাস্থ্য সঙ্কটের দায় মুখ্যমন্ত্রী মমতার, তোপ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের

কলকাতায় জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির ডাকে সারা দেশের চিকিৎসকরা সাড়া দিয়েছেন, শুক্রবার থেকে ব্যাহত হয়েছে একাধিক রাজ্যের স্বাস্থ্য পরিষেবা। এবার দেশজুড়ে চিকিৎসা ব্যবস্থার এই সঙ্কটের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। জানালেন, শীঘ্রই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখবেন তিনি।
শুক্রবার কর্মক্ষেত্রে নিরাপত্তার দাবিতে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন চারদিনে পড়েছে, রাজ্যের চিকিৎসকদের আন্দোলনের আঁচ পৌঁছেছে দিল্লির এইমস সহ দেশের বড় বড় সরকারি হাসপাতালে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়য়ের তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী অভিযোগ করেন, ধর্মঘটী চিকিৎসকদের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি আগুনে ঘি ঢেলেছে। তাঁর অভিযোগ, যারা চিকিৎসকদের ওপর হামলা করেছে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার বদলে, জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে মমতার হুঁশিয়ারি, সারা দেশের চিকিৎসক মহলকে আরও ক্ষুব্ধ করেছে। পশ্চিমবঙ্গের চিকিৎসকদের আন্দোলনকে সমর্থন জানিয়ে দিল্লি, মুম্বই, হায়দরাবাদ, জয়পুর, কেরলের চিকিৎসকরা একদিনের কর্মবিরতি পালন করেছেন। এই প্রেক্ষিতে হর্ষ বর্ধন বলেন, যদি মমতা বন্দ্যোপাধ্যায় সংবেদনশীল হতেন, তাহলে সারা দেশের চিকিৎসা পরিষেবা এভাবে ব্যাহত হোত না। তিনি এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখছেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। পাশাপাশি, চিকিৎসকদের উদ্দেশে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর আবেদন, রোগীদের প্রতি মানবিক হয়ে যেন নিজেদের আন্দোলন করেন তাঁরা।

Comments are closed.