শুরুর ৩ দিনের মধ্যেই ১ কোটি কিশোর-কিশোরী পেল কোভিড টিকা, শুভেচ্ছা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর

৩ তারিখ থেকে শুরু হয়েছে ১৫ থেকে ১৮ বয়সিদের করোনা ভ্যাকসিনেশন। আর এই ৩ দিনেই ১ কোটি ছাড়াল ছোটদের করোনা টিকাকরণ। দেশবাসীকে শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য।

টুইটে তিনি লেখেন, আমি সকল তরুণ তরুণীদের খুব শীঘ্র টিকা নেওয়ার জন্য আবেদন করছি।

বুধবারই কো-উইন পোর্টালে দেখা যায়, এখনও অবধি ১৫ থেকে ১৮ বছর বয়সী ১.২৯ কোটি জন করোনার প্রথম টিকা
পেয়েছে।

নতুন বছরের শুরুতেই একদিকে যেমন আছড়ে পড়েছে করোনার তৃতীয় ঢেউ। অন্যদিকে ৩ জানুয়ারি থেকে শুরু হয়েছে ১৫ থেকে ১৮ বছর বয়সিদের টিকাকরণ। স্কুলে স্কুলে দেওয়া হচ্ছে কোভিড ভ্যাকসিন। স্কুলের পাশে ভ্যাকসিনেশন সেন্টার খুলে ভ্যাকসিন দেওয়া হচ্ছে।কলকাতা পুরসভার তরফে জানানো হয়েছিল, ৩ জানুয়ারি থেকে ১৬টি বরোর ১৬টি স্কুলে ১৫-১৮ বছর বয়সিদের টিকাকরণ শুরু হবে। এইসঙ্গে টিকা মিলবে কলকাতার ৩৯টি মেগা সেন্টারেও।

Comments are closed.