চিকেন কারি, মটন কষা বা ইলিশ ভাপা, পয়লা বৈশাখে বাড়িতে পৌঁছে যাবে খাবার, উদ্যোগ নিয়েছে পঞ্চায়েত দফতর

শুক্রবার পয়লা বৈশাখ। আর উৎসব মানেই বাঙালির পেটপুজো। বাড়ির রান্না করা খাবার তো খাওয়া হয় বারো মাস। মাস পয়লার দিনেও সেই খাবার খেতে ইচ্ছে হয় না। মা, কাকিমাদেরও দরকার উৎসবের দিনে বিশ্রাম। তাই উদ্যোগী হয়েছে পঞ্চায়েত দফতর। হোয়াটসআপে বুক করলেই বাড়িতে পৌঁছে যাবে পছন্দের খাবার। সেও তালিকায় আছে বিরিয়ানি থেকে ইলিশ ভাপা সব।

১৪ ও ১৫ এপ্রিল কলকাতা শহর ও সংলগ্ন কয়েকটি পুর এলাকায় পঞ্চায়েত দফতরের অন্তর্গত সুসংহত এলাকা উন্নয়ন পর্ষদ (সিএডিসি) এই ব্যবস্থা করেছে। দুপুরের থালিতে থাকছে, দেহরাদূন চালের ভাত, পোস্ত দিয়ে উচ্ছে, আলু ভাজা, টক ডাল, ইলিশ মাছ ভাপা, চিকেন কষা, চাটনি, পাপড়, মিষ্টি এবং পান। চিকেন না খেলে থাকছে খাসির মাংস। মাংস না খেলে থাকছে ইলিশ ভাপা ও দই কাতলা। প্রতিটি থালির দাম ৫০০ টাকা করে। ৮১৭০৮৮৭৭৯৪/ ৯৭৩৪৩৯৯৯১৫ নম্বরে হোয়াটসঅ্যাপ করে অর্ডার দিতে হবে খাবারের। অনলাইনে টাকা দেওয়া ছাড়া ক্যাশ দেওয়ার ব্যবস্থাও আছে। রাতের খাবারের আয়োজনও করা হয়েছে। থাকছে চিকেন ও মটন বিরিয়ানি। চিকেন বিরিয়ানির দাম ১৩০ টাকা। আর মটন বিরিয়ানির ক্ষেত্রে ১৭৫ টাকা।

Comments are closed.