কোচবিহারে পুলিশ সুপারের পদ থেকে অভিষেক গুপ্তকে সরিয়ে দিল নির্বাচন কমিশন, নতুন এসপি অমিতকুমার সিংহ

ভোটের ঠিক দু’দিন আগে কোচবিহারের এসপি অভিষেক গুপ্তকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। নতুন এসপির দায়িত্বে অমিত কুমার সিংহ।
গত শুক্রবারই কলকাতা ও বিধাননগরের সিপি সহ চার পুলিশ অফিসারকে পদ থেকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। অনুজ শর্মার জায়গায় কলকাতার নতুন সিপি হন রাজেশ কুমার। পাশাপাশি, বিধাননগর পুলিশ কমিশনারেটের সিপি জ্ঞানবন্ত সিংহকেও সরিয়ে সেখানে নতুন সিপি হন এন রমেশবাবু। কমিশনের নির্দেশে সরিয়ে দেওয়া হয়েছে বীরভুমের পুলিশ সুপার শ্যাম সিংহকেও। তাঁর জায়গায় বীরভূমের নতুন এসপি হয়েছেন বিধাননগর কমিশনারেটের এয়ারপোর্ট ডিভিশনের ডিসি আভান্নু রবীন্দ্রনাথ। ডায়মন্ড হারবারের পুলিশ সুপার হন কলকাতা আর্মড পুলিশের ডিসি শ্রীহরি পাণ্ডে।
সিপি ও এসপির অপসারণে শনিবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে খোলা চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কমিশন এর প্রতিক্রিয়ায় জানিয়ে দেয়, মুখ্যমন্ত্রীর অভিযোগ ভিত্তিহীন। চিঠিতে নির্বাচন কমিশন জানায়, সুষ্ঠু ও অবাধ নির্বাচন পরিচালনার জন্য রাজ্য সরকার তাদের নির্দেশিকা মেনে চলবে বলে আশা করা হচ্ছে। রবিবার এই নির্দেশিকার পর মঙ্গলবার রাজ্যের আরও এক এসপিকে সরিয়ে দিল নির্বাচন কমিশন।

Comments are closed.