পাইপ লাইন দিয়ে ‘দুয়ারে’ পৌঁছে যাবে রান্নার গ্যাস; উদ্যোগে রাজ্য সরকার 

সিলিন্ডারের পাশপাশি পাইপ লাইনের মাধ্যমেও বাড়ি বাড়ি পৌঁছে যাবে রান্নার গ্যাস। রাজ্য সরকারের উদ্যোগে প্রাথমিক ভাবে শুধু কলকাতাবাসীর জন্যই এই বিশেষ পরিষেবা চালু হচ্ছে। সোমবার সাংবাদিক বৈঠক করে এমনটা জানালেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। 

এদিন মেয়র জানান, ২০২৪ সালের মধ্যে কলকাতাবাসীর জন্য এই পরিষেবা চালু করতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। পরবর্তী সময়ে পুরো পশ্চিমবঙ্গবাসী এই পরিষেবা পেতে চলেছে। 

প্রকল্পের কাজ নিয়ে বলেন, ইতিমধ্যেই প্রয়োজনীয় পাইপ লাইন আসানসোল, বর্ধমান হয়ে কলকাতার পার্শ্ববর্তী ডানকুনি পর্যন্ত চলে এসেছে। সেখান থেকে কলকাতায় আনার কাজ শুরু হয়েছে। এখনও পর্যন্ত ১১টি পাম্পে গ্যাস সরবরাহ চালু হয়েছে। এরপর তা বাড়ি বাড়ি পৌঁছানোর কাজ শুরু হবে। 

পরিবহনমন্ত্রী আরও বলেন, এই কাজ করবে বেঙ্গল গ্যাস কর্পোরেশন। কলকাতার মুকুন্দুপুর বাইপাস থেকে বজবজ পর্যন্ত গ্যাস পাইপ লাইন বসবে। ওই লাইন টালিগঞ্জ ও যাদবপুর হয়ে যাবে। সেই সঙ্গে তিনি বলেন, এই কাজের জন্য একাধিকবার বৈঠক হয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলির সঙ্গে। 

Comments are closed.