সংক্রমিত চালক-গার্ড, শিয়ালদহ থেকে বাতিল ২৫ লোকাল ট্রেন

এখনও হাওড়া ডিভিশনে কোনও ট্রেন বাতিল করা হয়নি

করোনায় আক্রান্ত ৫০ জন ট্রেন চালক ও গার্ড। তাই শিয়ালদহ ডিভিশনের বেশ কিছু ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিল রেল।

করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বিপর্যস্ত দেশ। বাংলাতেও ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে পরিস্থিতি। তারই প্রভাব এসে পড়ল রেল পরিষেবায়‌। সোমবার ২৫ টি ট্রেন বাতিল করা হয় শিয়ালদহ ডিভিশনে।

[আরও পড়ুনঃ এখনও হাওড়া ডিভিশনে কোনও ট্রেন বাতিল করা হয়নি]

একটি সাক্ষাৎকারে পূর্ব রেলের মুখ্য আধিকারিক জানিয়েছেন, আজ ২৫ টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। এই মুহূর্তে বেশ কয়েকজন চালক ও গার্ডের কোভিড পজেটিভ। পরিস্থিতি কঠিন হয়ে উঠছে। ট্রেন চলাচল পরিষেবা স্বাভাবিক রাখার আপ্রাণ চেষ্টা করছি। কিন্তু জানি না, কতদিন এভাবে চলবে। এখনও হাওড়া ডিভিশনে কোনও ট্রেন বাতিল করা হয়নি বলে জানান তিনি।

এই মুহূর্তে করোনায় সংক্রমিত পূর্ব রেলের চারটি ডিভিশনেরই বেশ কয়েকজন লোকো পাইলট, গার্ড এবং প্রযুক্তি বিভাগের কর্মী। গত সপ্তাহ থেকেই শিয়ালদহ ডিভিশনের লোকাল ট্রেন পরিষেবায় প্রভাব পড়ে। গার্ডের অভাবে শুক্রবার ডিভিশনের বিভিন্ন শাখায় আপ-ডাউন মিলিয়ে মোট ২৬ টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছিল। সেই রেশ চলল সোমবারও।

Comments are closed.