দুর্গাপুজোর ১ মাস আগেই ‘মা-বোনেদের’ নিয়ে বিশাল মিছিল, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী 

ইউনেস্কোর হেরিটেজ তকমা পেয়েছে পশ্চিমবঙ্গের দুর্গাপুজো। এবার সেই স্বীকৃতির উদযাপন করতে এবং ইউনেস্কোকে পাল্টা সম্মান জানাতে চলতি বছর পুজোর একমাস আগেই বিশেষ মিছিল করবে রাজ্য। বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভা থেকে এমনটাই ঘোষণা করলেন মমতা ব্যানার্জি। 

মুখ্যমন্ত্রী এদিন জানান, এবারের দুর্গাপুজোর একমাস আগে থেকেই মিছিল করব। সেই মতো রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসকে এখন থেকেই দায়িত্ব দিয়ে দেন মুখ্যমন্ত্রী। পাশপাশি পুজো কমিটিগুলোকেও জানিয়ে দেওয়ার নির্দেশ দেন তিনি। 

মমতা ব্যানার্জি এদিন আরও জানান, মিছিলে অংশগ্রহণ করবেন বাংলার ‘মা-বোনেরা’। প্রত্যেকের হাতেই থাকবে শঙ্খ। একত্রে শঙ্খ ধ্বনিতে মুখোরিত হয়ে উঠবে শহর। ইউনেস্কোকে আমরা আরও মর্যাদা দেব। মিছিলে যাঁরা আসবেন, সেই প্রত্যেক মা-বোনের হাতে শঙ্খ থাকবে। শঙ্খধ্বনি আর উলুধ্বনি কাকে বলে সেদিন গোটা দেশ দেখবে। 

Comments are closed.