পুজোয় লক্ষী এল ঘরে! ৫ দিনে মদ বিক্রিতে রেকর্ড গড়ল বাংলা

পুজোর ৫ দিনে রেকর্ড অঙ্কে মদ বিক্রি করল বাংলা। শুধুমাত্র পূর্ব মেদিনীপুরেই ২৭ কোটি ২১ লক্ষ ৭৯ হাজার ৮৪৯ টাকার মদ বিক্রি হয়েছে বলে আবগারি দফতর সূত্রে খবর। পুজোর পাঁচদিনে মদ বিক্রি করে রাজ্যের মোট লাভ হয়েছে ১০০ কোটি টাকারও বেশি। গড় হিসাব করলে ৫ দিনের মধ্যে প্রতিদিন ৪০ কোটি টাকা আয় হয়েছে রাজ্যের।

এবার পুজোয় প্রতিদিন খোলা ছিল মদের দোকান। সবচেয়ে বেশি মদ বিক্রি হয়েছে নবমীর দিন। এইদিন মদ বিক্রি হয়েছে ৩০ কোটি টাকারও বেশি। রাজস্ব দফতর সূত্রে জানা গেছে, রাজ্যের আয়ের একটা বড় অংশই আসে মদ বিক্রির থেকে। আর গত বছর লকডাউনে মদের দোকান দীর্ঘদিন বন্ধ ছিল। তাই লাভের মুখ দেখতে পারেনি রাজ্য। আর মদের দোকান খুলতেই আনন্দে আত্মহারা হয় সুরাপ্রেমীরা। আর পুজোর সময় লাভ করল রাজ্য।

Comments are closed.