দুর্গাপুজোকে হেরিটেজ তকমা, মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে বাংলার মহামিছিলে অংশ নেবে ইউনেস্কো

বাংলার দুর্গাপুজোকে হেরিটেজ তকমা দিয়েছে ইউনেস্কো। এবার জানা গেল বাংলার আসন্ন দুর্গাপুজোয় আনন্দে সামিল হবেন ইউনেস্কোর প্রতিনিধিরা। আগেই ইউনেস্কোর প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেই আমন্ত্রণে সাড়া দিয়েছে ইউনেস্কো।

গত বছর ডিসেম্বর মাসে ইউনেস্কো বাংলার দুর্গাপুজোকে হেরিটেজ তকমা দেয়। এরপর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছিলেন, এবার একমাস আগে থেকেই পালিত হবে দুর্গাপুজো। এবার ১ অক্টোবর মহাসপ্তমী। সেই মতোই সেপ্টেম্বর মাসের এক তারিখ শহরজুড়ে বের হবে মহামিছিল। শ্যামবাজার থেকে টাউন হল পর্যন্ত হবে পদযাত্রা। এই মিছিলেই সামিল হবেন ইউনেস্কোর প্রতিনিধিরা। বাংলার মুখ্যসচিব হরে কৃষ্ণ দ্বিবেদীকে চিঠি দিয়ে আমন্ত্রণ গ্রহণ করার কথা জানিয়েছে ইউনেস্কো।

উল্লেখ্য, ফ্রান্স, বেলজিয়াম, সুইজারল্যান্ড, ব্রাজিল,বলিভিয়া এই পাঁচ দেশের উৎসব এখনও পর্যন্ত হেরিটেজ তকমা পেয়েছে। এবার সেই তালিকায় যোগ হয়েছে বাংলার নাম। আর সেই আনন্দ উদযাপন করতে একাধিক উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

Comments are closed.