কে কের মৃত্যু ভুলতে পারছেন না ভক্তরা, এবার কলকাতার পুজোর থিমে থাকছে প্রিয় সঙ্গীতশিল্পী

এবার কলকাতার পুজোর থেকে কে কে। কলকাতায় অনুষ্ঠান শেষে মৃত্যু হয়েছে সঙ্গীত শিল্পী কে কের। তাঁর মৃত্যুতে এখন ও শোকস্তব্ধ ভক্তরা। নানাভাবে তাঁকে শ্রদ্ধা জানাচ্ছেন ভক্তরা। এবার তাই কলকাতার পুজোর থিমে রাখা হচ্ছে এই সঙ্গীত শিল্পীকে।

উত্তর কলকাতার পুজো কমিটি কবিরাজ বাগানে এবার পুজোর থিম কে কে।নজরুল মঞ্চে শেষ কনসার্ট করেছিলেন কে কে। তাঁর শেষ কনসার্ট এবারের পুজোর থিম। পুজোর দিনগুলিতে মণ্ডপে চলবে তাঁরই গান। মণ্ডপে থাকছে কে কের মূর্তিও। শিল্পী মন্টি পাল মূর্তি তৈরি করেছেন ফাইবার দিয়ে। আর প্রতিমা শিল্পী প্রদীপ রুদ্র পাল। মণ্ডপ সাজানো হয়েছে নজরুল মঞ্চের আদলে। আগামী ১ জুলাই রথযাত্রা দিন এই পুজোর খুঁটি পুজো হবে। তবে থিমে আর কী কী বিশেষত্ব থাকছে ত এখনই জানতে নারাজ পুজো উদ্যোক্তারা।

Comments are closed.