গৌতম গম্ভীরের বিরুদ্ধে আপ প্রার্থী আতিশির চরিত্রহননের অভিযোগ, পাল্টা মানহানির মামলা বিজেপি প্রার্থীর

ভোটের আগে একে অন্যের দিকে বেনজির আক্রমণ, প্রতি আক্রমণ পূর্ব দিল্লির আপ প্রার্থী আতিশি ও বিজেপি প্রার্থী তথা প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীরের। একে অপরের বিরুদ্ধে মানহানির মামলাও দায়ের করছেন বলে জানালেন তাঁরা।

বৃহস্পতিবার দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে পাশে নিয়ে সাংবাদিক বৈঠক করেন আম আদমি পার্টির পূর্ব দিল্লি কেন্দ্রের প্রার্থী আতিশি। আপ প্রার্থীর অভিযোগ, তাঁকে ভোটে হারাতে কুৎসিত পন্থা নিয়েছেন বিজেপি প্রার্থী গৌতম গম্ভীর। ভোটারদের কাছে আতিশির ভাবমূর্তি নষ্ট করতে তাঁর সম্পর্কে অশালীন ও বিদ্বেষমূলক বক্তব্য লেখা প্যামফ্লেট ছড়ানো হয়েছে। সাংবাদিক বৈঠকে যে প্যাম্ফলেটটি তুলে ধরেন আতিশি, তাতে তাঁর চরিত্রহনন করা হয়েছে। সংবাদিক বৈঠকে কান্নায় ভেঙে পড়ে আতিশি জানান, তিনি কল্পনাও করতে পারেননি, তাঁকে হারাতে এমন কুৎসিত এবং মর্যাদাহানিকর পথে যাবেন বিজেপির গৌতম গম্ভীর। একজন মহিলা প্রার্থীকে ভোটে হারাতে যদি এতটা নীচে নামতে পারেন গৌতম গম্ভীর, তাহলে সাংসদ হিসেবে মহিলাদের নিরাপত্তা সম্পর্কে কতটা ভাববেন তা নিয়েও প্রশ্ন তোলেন অতিশি। এই প্রেক্ষিতে গম্ভীরের কড়া সমালোচনা করে ট্যুইট করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগকে সর্বৈব মিথ্যা বলে দাবি করেছেন প্রাক্তন ক্রিকেটার তথা পূর্ব দিল্লি কেন্দ্রের বিজেপি প্রার্থী গৌতম গম্ভীর। এই ঘটনার সঙ্গে তিনি কোনওভাবেই যুক্ত নন বলে দাবি করেছেন প্রাক্তন ওপেনার। উলটে দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল, মণীশ সিসোদিয়া ও আতিশির বিরুদ্ধে মানহানির মামলা করছেন বলে জানিয়েছেন গৌতম গম্ভীর। ইতিমধ্যেই তিন আপ নেতাকে মানহানির নোটিস পাঠিয়ে তাঁদেরকে ক্ষমা চাওয়ার কথা বলেছেন গৌতম গম্ভীর। গৌতম বলেন, তাঁর বিরুদ্ধে কোনও প্রমাণ থাকলে আদালতে যাক আপ নেতারা, সেখানেই ফয়সালা হবে। অন্যদিকে, মণীশ সিসোদিয়ার জানিয়েছেন তাঁরাও গৌতম গম্ভীরের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করছেন।

Comments are closed.