জোকা তারাতলা মেট্রোর ট্রায়াল রান শুরু বৃহস্পতিবারই, পুজোর আগে খুশি মেট্রো যাত্রীরা

মেট্রো যাত্রীদের জন্য সুখবর। বৃহস্পতিবারই জোকা থেকে তারাতলা মেট্রো ট্রায়াল রান শুরু হতে চলেছে। পুজোর আগেই এই পরিষেবা পেয়ে খুশি মেট্রো যাত্রীরা। আগামী বছর জোকা থেকে তারাতলা মেট্রো চালুর উদ্যোগ নিয়েছে মেট্রো রেল। মেট্রো লাইন বসানো হয়েছে এই জায়গায়। ছত্তিশগঢ় থেকে কলকাতায় আনা হয় এই মেট্রোর ইস্পাতের রেল।

জিন্দলদের ছত্তিশগঢ় কারখানা থেকে শালিমার ইয়ার্ডে নিয়ে আসা হয় ইস্পাত। বিশেষ প্রযুক্তিতে বানানো এই ইস্পাত। যেখানে মিনিটে মিনিটে ট্রেন চললেও লাইনের কোনও ক্ষতি হবে না। লাইন বসানোর জন্য নেদারল্যান্ডস থেকে আনা হয় মেশিন। নর্থ-সাউথ মেট্রোর সঙ্গে এই মেট্রোর লাইন যুক্ত নয় বলে জোকা বিবাদী বাগ লাইনের জন্য লরিতে পাঠানো হয়েছিল রেক জোকায়।

দীর্ঘ টানাপড়েনের পর শুরু হয়েছে শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ মেট্রো পরিষেবা। এর মধ্যেই খুশির খবর ছুটতে চলেছে জোকা-বিবাদী বাগ মেট্রো। আত্মনির্ভর প্রকল্পে প্রথম কাজ শুরু হয়েছিল কলকাতা থেকে। শুরু হয়েছিল জোকা-বিবাদী বাগ মেট্রো প্রকল্পে লাইন পাতার কাজ। বাংলাকে দিয়ে আত্মনির্ভর ভারতের কাজ এবার শুরু হল। ভারত সরকার আগেই বলেছে ভারতকে আত্মনির্ভর হতে হবে, সেই মত কাজও শুরু হয়ে গেল। অন্যদিকে হাওড়া মেট্রোর কাজ প্রায় শেষের মুখে, হাওড়া মেট্রো চালু হলেই ভারতের প্রথম মেট্রো ছুটবে গঙ্গার নীচ দিয়ে।

Comments are closed.