শনিবার থেকেই জোকা-তারতলা মেট্রো রুটের পথচলা শুরু! তুঙ্গে জল্পনা 

সব ঠিক থাকলে শনিবার অর্থাৎ আগামীকালই জোকা থেকে তারতলা পর্যন্ত মেট্রো চলতে শুরু করবে। চড়তে পারবেন সাধারণ মানুষ। তেমনটাই জল্পনা শুরু হয়েছে। যদিও এ নিয়ে মেট্রোর তরফে পাকাপাকিভাবে কোনও কিছু জানানো হয়নি। তবে উদ্বোধনের সমস্ত প্রস্তুতিই সেরে রাখা হয়েছে বলে খবর। 

২০১০ সালে রেলমন্ত্রী থাকাকালীন এই প্রকল্পের শিল্যান্যাস করে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তারপর থেকে দীর্ঘ ১২ বছরের অপেক্ষা। তবে শনিবার থেকেই মেট্রো চলতে শুরু করলে তা নিঃসন্দেহে শহরবাসীর কাছে বড় দিনের উপহার হবে। 

রেলওয়ে সেফটি বোর্ড ইতিমিধ্যেই যাত্রী নিয়ে মেট্রো চালানোর ছাড়পত্র দিয়েছে। রেলের তরফে আগেই ইঙ্গিত দেওয়া হয়েছিল, ডিসেম্বরের শেষ সপ্তাহতেই নতুন রুটে মেট্রো পরিষেবা চালু হয়ে যাবে। যার জেরে কালকের জল্পনা ঘিরে আশা দেখছে শহরবাসী। 

উল্লেখ্য, জোকা থেকে তারতলা পর্যন্ত মোট ৬টি স্টেশন থাকছে। এই স্টেশনগুলি হল— জোকা, ঠাকুরপুকুর, সখেরবাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার এবং তারাতলা। 

Comments are closed.