প্রায়ত বিশিষ্ট সঙ্গীতশিল্পী ও কাজী নজরুল ইসলামের কনিষ্ঠ পুত্রবধূ কল্যাণী কাজী; শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর 

প্রায়ত হলেন কবি কাজী নজরুল ইসলামের কনিষ্ঠ পুত্রবধূ তথা বিশিষ্ট  সঙ্গীতশিল্পী কল্যাণী কাজী। নজরুল ইসলামের পুত্র কাজী অনিরুদ্ধের স্ত্রী ছিলেন তিনি। শুক্রবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ এসএসকেএম হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন শিল্পী। পরিবার সূত্রে খবর, দীর্ঘ দিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়েস হয়েছিল ৮৭ বছর।  

বিশিষ্ট নজরুলগীতি শিল্পী ছিলেন কাজী কল্যাণী। রাজ্যের কাজী নজরুল ইসলাম আকাদেমির উপদেষ্টা পরিষদের সদস্যও ছিলেন। ২০১৫ সালে রাজ্য সরকারের তরফে তাঁকে ‘সঙ্গীত মহাসম্মান’ সম্মানে ভূষিত করা হয়। কল্যাণী কাজীর প্রয়ানে শোক প্রকাশে করে মুখ্যমন্ত্রী লেখেন, “বিশিষ্ট সংগীতশিল্পী এবং কাজী নজরুল ইসলামের কনিষ্ঠ পুত্রবধূ তথা কাজী অনিরুদ্ধের স্ত্রী কল্যাণী কাজীর প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি।   তিনি আজ সকালে  কলকাতায় প্রয়াত হয়েছেন। বয়স হয়েছিল ৮৭ বছর। 

তাঁর অসামান্য গায়কীতে গাওয়া নজরুলগীতি শ্রোতাদের মুগ্ধ করে রাখত। পশ্চিমবঙ্গ সরকার ২০১৫ সালে তাঁকে ‘সঙ্গীত মহাসম্মান’ প্রদান করে। তিনি পশ্চিমবঙ্গ কাজী নজরুল ইসলাম আকাদেমির উপদেষ্টা পরিষদের সদস্যা ছিলেন।

কল্যাণী কাজীর প্রয়াণে সঙ্গীত জগতের এক অপূরণীয় ক্ষতি হল।আমি  কল্যাণী কাজীর আত্মীয়-পরিজন ও অনুরাগীদের 

আন্তরিক সমবেদনা জানাচ্ছি।” 

Comments are closed.