কলকাতায় ভোট সপ্তম দফায়, ১৬ ও ১৯-এর ভোটে কী ফল ছিল?

কলকাতায় মোট আসন ১১টি। এরমধ্যে সপ্তম দফায় ভোট হবে ৪টিআসনে। বাকি ৭ আসনে ভোট অষ্টম দফায়। সপ্তম দফায় ভোট কলকাতা বন্দর, ভবানীপুর, রাসবিহারী, বালিগঞ্জ আসনে।

 

একনজরে দেখে নেওয়া যাক এই কেন্দ্রগুলিতে ২০১৬ আর ২০১৯ সালে কী ফল ছিল?

কলকাতা পোর্ট আসনে ১৬ সালে জিতেছিলেন তৃণমূলের ফিরহাদ হাকিম। ২০১৯ সালে এই কেন্দ্রে ৩৬২৩৯ ভোটে লিড করেছে তৃণমূল।
এবার এই আসনে কংগ্রেস প্রার্থী মহম্মদ মোখতার। তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম। বিজেপি প্রার্থী আওয়াধ কিশোর গুপ্তা।

ভবানীপুর আসনে জেতেন মমতা ব্যানার্জি (৬৫,৫২০)। দ্বিতীয় কংগ্রেসের দীপা দাশমুন্সি (৪০,২১৯), তৃতীয় বিজেপির চন্দ্রকুমার বসু (২৬,২৯৯)। ২০১৯ সালে এখানে ৩,১৬৮ ভোটে এগিয়ে তৃণমূল।
এবার বিজেপির তারকা প্রার্থী রুদ্রনীল ঘোষ। তৃণমূল প্রার্থী শোভনদেব চ্যাটার্জি। কংগ্রেস প্রার্থী সাদাব খান।

রাসবিহারী আসনে ২০১৬ সালে জয়লাভ করেন শোভনদেব চ্যাটার্জি। ২০১৯ সালে এই আসনে হাজার পাঁচেক ভোটে এগিয়ে বিজেপি।
এবার বিজেপি প্রার্থী সুব্রত সাহা। তৃণমূল প্রার্থী দেবাশিস কুমার। কংগ্রেস প্রার্থী আশুতোষ চ্যাটার্জি।

বালিগঞ্জ সিটে তৃণমূলের সুব্রত মুখার্জি জেতেন। ২০১৯ সালের লোকসভার পর তৃণমূল ৫৪,৪৫২ ভোটে এগিয়ে।
এবার বিজেপি প্রার্থী লোকনাথ চ্যাটার্জি। তৃণমূল প্রার্থী সুব্রত মুখার্জি। সিপিএম প্রার্থী ফুয়াদ হালিম।

Comments are closed.