ভোটারদের ভয় দেখাচ্ছে মুখতার, স্কুটারে তাড়া ফিরহাদের! বন্দর জয়ে আশাবাদী তৃণমূল প্রার্থী

মাঝেরহাটে তাঁর গাড়ি আটকে করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী-সমর্থকরা

মানুষের জন্য কাজ করেছি বলেই এতদিন ভোটের ময়দানে বড়ো মার্জিনে জয়ী হয়েছি। আগামীতেও হব। কলকাতা বন্দরের তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম নিজের কেন্দ্রে জয় নিয়ে প্রবল আত্মবিশ্বাসী। সপ্তম দফার ভোট চলছে। আজ কলকাতার ৪ টি কেন্দ্রে ভোট। যার মধ্যে একটি কলকাতা বন্দর।

লোকসভার ফলের হিসেবে অনেকটা এগিয়ে থাকলেও কাজে ফাঁকি নেই ফিরহাদের।

সকাল থেকে নিজের কেন্দ্রে বিভিন্ন বুথে ঘুরছেন ফিরহাদ‌ হাকিম। কিন্তু গার্ডেনরিচে এক বুথে ভোটের স্লিপ ছিঁড়ে পালানোর অভিযোগে, স্কুটি নিয়ে কংগ্রেসের প্রার্থীকে তাড়া করেন ফিরহাদ হাকিম। তাঁর অভিযোগ, পাড়ার ছেলেরা ভোট দিতে বেড়িয়েছিল। তাদের হাত থেকে স্লিপ কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলে থাপ্পর মারে মুখতার। ফিরহাদের অভিযোগ, স্লিপে আমার মুখ ছিল বলেই এটা করেছে। এরপর জানান, এসব করছেন কংগ্রেসের প্রার্থী। পুলিশের বিরুদ্ধে অভিযোগ এনে বলেন, প্রার্থী স্লিপ চেক করছে! কেন এসব নজরে রাখছে না পুলিশ!

এরপর, বুথ পরিদর্শনে বেড়িয়ে বিজেপি কর্মীদের বিক্ষোভের মুখে পড়তে হয় ফিরহাদ হাকিমকে। মাঝেরহাটে তাঁর গাড়ি আটকে করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী-সমর্থকরা। ফিরহাদকে ঘিরে ‘জয় শ্রীরাম স্লোগান’ দেয় বিজেপি কর্মীরা।

এদিন ভবানীপুরের বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষকে ঘিরে ‘খেলা হবে’ স্লোগান দেওয়ার অভিযোগ তৃণমূল কর্মীদের। পাণ্ডবেশ্বরের বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারিকে ‘বিশ্বাসঘাতক দূর হঠো’ স্লোগান তৃণমূল কর্মীদের।

Comments are closed.