বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের হিড়িক, এবার তৃণমূলে এলেন পরিচিত মুখ কৃষাণু মিত্র

ফের ভাঙন বিজেপিতে। এবার তৃণমূলে যোগ দিলেন বঙ্গ বিজেপির পরিচিত মুখ কৃষাণু মিত্র। তাঁকে দলীয় পতাকা তুলে দেন মহাসচিব পার্থ চ্যাটার্জি। এর পাশাপাশি আরএসএস ছেড়েও অনেকে তৃণমূলে যোগ দিয়েছেন বলে জানা গিয়েছে।

২১ জুলাই ভার্চুয়াল সভা থেকে ডাক দিয়েছিলেন দল নেত্রী। বলেছিলেন, ক্ষোভ কিংবা অন্য কোনও কারণে তৃণমূল ছেড়ে অন্য দলে যোগ দেওয়া নেতা কর্মীরা তৃণমূলে ফিরে আসুন। মমতা ব্যানার্জির এই ডাকের পরপরই বিজেপি ছেড়ে তৃণমূলে ফেরেন দক্ষিণ দিনাজপুরের দাপুটে নেতা বিপ্লব মিত্র এবং তাঁর ভাই তথা গঙ্গারামপুর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত মিত্র। একইভাবে আলিপুরদুয়ারেও সন্দীপ এক্কার নেতৃত্বে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন শতাধিক নেতা কর্মী। জঙ্গলমহলের পুরুলিয়ায় বিজেপির বাঘমুণ্ডি মণ্ডল কমিটি পুরোপুরি মিশে গিয়েছে তৃণমূলে। খড়গপুরের কংগ্রেস নেত্রী হেমা চৌবেও কয়েকদিন আগেই ফিরেছিলেন তৃণমূলে। জেলায় জেলায় যখন তৃণমূলে যোগদানের ঢল, তেমনই শহর কলকাতাতেও বিজেপি ও কংগ্রেস শিবিরে ভাঙন ধরাতে সফল হয়েছে তৃণমূল। শতাধিক কংগ্রেস ও বিজেপি কর্মী গত ক’দিনে যোগ দিয়েছেন মমতা শিবিরে। এবার বিজেপির পরিচিত মুখ কৃষাণু মিত্র এলেন তৃণমূলে। তাঁর দাবি, বিজেপি যেভাবে ধর্মের রাজনীতি করছে, তা বাঙালি হিসেবে মেনে নেওয়া অসম্ভব। এই পরিস্থিতিতে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের একমাত্র পথ মমতা ব্যানার্জি। তাই তিনি বাঙালির স্বার্থে মমতা ব্যানার্জির দলে নাম লেখালেন।

Comments are closed.