অলিম্পিকে দ্বিতীয় পদক নিশ্চিত ভারতের, লাভলিনার সোনা চায় দেশ

টোকিও অলিম্পিকে আরও একটি পদক নিশ্চিত করল ভারত। মহিলাদের ৬৪-৬৯ কেজি ওয়াল্টার ওয়েট বিভাগে বক্সিংয়ের সেমি ফাইনালে উঠে গেলেন অসমের বক্সার লাভলিনা বরগোঁহাই।

শুক্রবার কোয়ার্টার ফাইনালে লভলিনা নিয়েন চিন চেনকে ৪:১ ব্যবধানে পরাজিত করেছেন। এর জেরে অলিম্পিকে আরও একটি মেডেল নিশ্চিত করলেন লাভলিনা। মঙ্গলবার ১৬ তম রাউন্ডে জার্মানির বক্সার নাদনি এপেজকে ৩-২ ব্যবধানে পরাজিত করেন।

লাভলিনা তৃতীয় ভারতীয় যিনি অলিম্পিক্স বক্সিংয়ে পদক জয় করেছেন। এর আগে বিজেন্দ্র সিংহ এবং মেরি কম বক্সিংয়ে ভারতের হয়ে পদক জয় করেছেন।

২৪ জুলাই মীরাবাই চানু টোকিও অলিম্পিকে ভারতের জন্য প্রথম পদক যেতেন। মহিলাদের ওয়েট লিফটিং বিভাগে দ্বিতীয় হয়ে তিনি রুপা জয় করেন।

উল্লেখ্য প্রথম অসমিয়া বক্সার হিসেবে অলিম্পিকে পদকের অধিকারী হতে চলেছেন লাভলিনা। ইতিমধ্যেই তাঁর এই ঐতিহাসিক জয়ের জন্য তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর।

সেমিফাইনালে তিনি মুখোমুখি হবেন তুরস্কের বক্সারের। তাঁকে হারাতে পারলে ইতিহাস গড়ার লক্ষ্যে আর এক কদম এগিয়ে যাবেন অসমের লাভলিনা। তবে লাভলিনার দৌড় যেন সোনার পদকে এসে থামে, সেটাই প্রার্থনা ভারতবাসীর।

Comments are closed.